মঙ্গল গ্রহ(Mars planet) সম্পর্কে অনেকেই জানে।কিন্তু ইউরেনাস গ্রহ(Urenus planet) সম্পর্কে অনেকেই জানে না, বা জানলেও এই গ্রহের ব্যাপারে এমন অনেক তথ্য আছে যেগুলো অনেকেই জানেনা।তাই আজ এই গ্রহ সম্পর্কে বিস্তারিত বলা হল।

নামকরনঃ

ইউরেনাস হল আমাদের সৌরজগতের সপ্তম গ্রহ।অনেক বিজ্ঞানী ইউরেনাসকে পর্যবেক্ষণ করলেও এটিকে নক্ষত্র হিসাবে চিহ্নিত করেছিলেন।অবশেষে ১৭৮১ সালের ১৩ই মার্চ উইলিয়াম হার্সেল একে গ্রহ হিসাবে গণ্য করেন।তাই ওনাকেই এই গ্রহের আবিস্কারক বলা হয়।প্রথমদিকে এই গ্রহের অনেকরকম নামকরম করা হয়েছিল।তখনকার ইংল্যান্ডের রাজা জর্জ-III এর নাম অনুসারে একে জর্জিয়াস স্টার নাম দেওয়া হয়।এমনকি আবিস্কারকের নাম অনুসারেও এই গ্রহের নামকরণ করার চেষ্টা হয়েছিল।কিন্তু সবশেষে ইউরেনাস নামটি বেছে নেওয়া হয়।কারণ পুরাণ মতে,স্যাটার্ন(শনি)-এর পিতার নাম ইউরেনাস।তাই স্যাটার্ন এর পরবর্তী গ্রহের নাম ইউরেনাস দেওয়া হয়।

সাধারন তথ্যঃ

সৌরজগতের সপ্তম গ্রহ-ইউরেনাস 


ইউরেনাসের ভর পৃথিবীর তুলনায় ১৫ গুন বেশি এবং আকারের দিক থেকে এই গ্রহ আমাদের সৌরমণ্ডলের তৃতীয় বৃহত্তম গ্রহ অর্থাৎ বৃহঃস্পতিশনির পরেই এর স্থান।এই গ্রহের আয়তন পৃথিবীর তুলনায় প্রায় ৬৩ গুন।এর গড় ঘনত্ব ১.৩১৪ গ্রাম/ঘনসেমি এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃথিবীর ৬ গুন।ইউরেনাস গ্রহের মুক্তিবেগ ২১.২৯ কিমি/সেকেন্ড।এই গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয় অর্থাৎ ঘরির কাঁটার বিপরীত দিকে।সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর ৮৪ বছর সময় লাগে।মানে পৃথিবীর ৮৪ বছর এই গ্রহে এক বছরের সমান।কক্ষপথে এর গড় গতি ৬.৮১ কিমি/সেকেন্ড।

বায়ুমণ্ডলঃ

ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন,হিলিয়াম,মিথেন,তরল অ্যামোনিয়া ও সামান্য পরিমাণ জল উপস্থিত রয়েছে।মিথেন গ্যাসের জন্যই এই গ্রহকে নীল দেখায়(Uranus planet colour is blue because of Mithane gas)।এর অভ্যন্তর(কেন্দ্র) সিলিকেট,লৌহ ও নিকেল প্রভৃতি ধাতু দ্বারা গঠিত।এই গ্রহে ১০,০০০ কিলোমিটার অঞ্চল জুড়ে বরফের আবরণ রয়েছে, এইজন্যই এই গ্রহকে আইস জায়েন্ট(Ice giant) বলা হয়।আর ৫০০০ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে হাইড্রোজেন,হিলিয়াম ও মিথেনের গ্যাসীয় বলয়।এই গ্রহের একটি মেরু সূর্যের দিকে প্রায় ৪২ বছর থাকে।এইসময় অন্য মেরু অন্ধকারে থাকে।ইউরেনাসের উপরিতলের গড় তাপমাত্রা -১৮২ ডিগ্রী সেন্টিগ্রেড(Surface temperature of Uranus planet is -182 degree)।তবে শীতলতম অবস্থায় তাপমাত্রা হয় -২২৮ ডিগ্রী সেন্টিগ্রেড।

বলয় ও উপগ্রহ(Rings & Moons of Uranus):-  

Interesting unknown facts about Uranus
Colourful rings of Urenus



আমরা জানি যে শুধু আমাদের সৌরমণ্ডলের শনি গ্রহেরই বলয় আছে।কিন্তু আসলে ইউরেনাস গ্রহেরও বলয় আছে।ইউরেনাসের ১৩ টি বলয় রয়েছে।এই বলয়গুলো বিভিন্ন রঙ এর, হালকা ধূসর,লাল ও নীল।এখনও পর্যন্ত শুধুমাত্র ভয়েজার-২ মহাকাশযান এই গ্রহের পাশ দিয়ে গেছে।আর ভয়েজার-২ এর মাধ্যমেই এই সমস্ত তথ্য পাওয়া গেছে।
ইউরেনাসের মোট ২৭ টি উপগ্রহ রয়েছে, যাদের মধ্যে মিরান্ডা(Miranda),টাইটানিয়া(Titania),ওবেরোন(Oberon) উল্লেখযোগ্য। 

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube

ইউরেনাস গ্রহ সম্পর্কিত অনেক তথ্য এখানে তুলে ধরা হল।হয়তো এমন কোন তথ্য, যেটা এখানে বলা হয়নি সেটা যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
আরও পরিস্কার বোঝার জন্য নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।