আজকে 2021-এর কয়েকটি গুরুত্বপূর্ণ মিশনের কথা বলা হলো। এই মিশন গুলি হলঃ-
• আদিত্য L1 :- ২০২১-র মাঝামাঝি সময়ে ইসরো সূর্যের উদ্দেশ্যে একটি অভিযান পাঠাতে পারে।এই মিশনের নাম দেওয়া হয়েছে আদিত্য এল-১(Aditya L1)।এর প্রধান উদ্দেশ্য সূর্যের কোরোনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
• চন্দ্রযান ৩ ঃ- চন্দ্রযান ২ এর পর ইসরো চন্দ্রযান ৩ পাঠানোর পরিকল্পনা করছে।এই অভিযান ২০২০ সালের নভেম্বর মাসের দিকে উৎক্ষেপণ করার সম্ভাবনা রয়েছে।
• Exomars mission :- ইউরোপিয়ান স্পেস এজেন্সি ২০২১ এ মঙ্গলের মাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি মিশন পাঠাবে।এটি প্রায় ৯ মাস ধরে চলবে।এই মিশনের নাম এক্সোমার্স মিশন।
• Emirates mars mission :- ২০২১ সালের জুলাই মাসে আরব আমিরশাহী(United Arab Emirates) মঙ্গলের উদ্দেশ্যে একটি অভিযান পাঠাবে।তাই এই অভিযানের নাম দেওয়া হয়েছে এমিরেটস মার্স মিশন।
• Chang’e 5 :- চীনের মহাকাশ সংস্থা অর্থাৎ Chinese National Space Administration(CNSA) চাঁদে একটি অভিযান পাঠাবে।এই অভিযানের নাম দেওয়া হয়েছে "Chang'e 5"
পরবর্তীকালে এই মিশনগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলা হবে।
আরও জানতে নিম্নিলিখিত ভিডিওটি দেখতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক,কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক,কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন।
ভবিষ্যতে এই মিশনগুলো সম্পর্কে এবং মহাকাশের বিভিন্ন তথ্য ও ঘটনাবলী সম্পর্কে জানতে #Mahakashcharona চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
#2021spacemissions #spacemissionin2021 #upcomingmissionsof2021 #mars2021
0 Comments
Post a Comment