২০০৮ সালের ২২ অক্টোবর ইসরো(ISRO)  চন্দ্রযান-১ উৎক্ষেপণ করেছিল। এই অভিযান সফল হয়েছিল এবং এর মাধ্যমে ইসরো চাঁদের মাটিতে জল খুঁজে পেয়েছিল।আর এবছর অর্থাৎ ২০১৯ সালে ভারতীয় মহাকাশ সংস্থা(ইসরো) চন্দ্রযান-২ উৎক্ষেপণ করবে।আজকের ভিডিওতে চন্দ্রযান-২ সম্পর্কে বিস্তারিত ভাবে বলা হয়েছে।এর মধ্যে তিনটি অংশে থাকবে একটি অরবিটার,বিক্রম নামের একটি ল্যান্ডার এবং প্রজ্ঞান নামের একটি রোভার।ডঃ বিক্রম সারাভাই কে সম্মান জানানোর উদ্দেশ্যেই ল্যান্ডারটির নাম বিক্রম রাখা হয়েছে।কারণ ইসরো স্থাপনের পেছনে ডঃ বিক্রম সারাভাই এর অনেক বড় অবদান ছিল।এই অভিযানের পর ভারত মহাকাশ প্রতিযোগিতার দিক থেকে আরও একধাপ এগিয়ে যাবে।আশাকরি এর থেকে আপনারা চন্দ্রযান-২ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।