২০২০-র মঙ্গল মিশনে নাসা মঙ্গল গ্রহে একটি হেলিকপ্টার পাঠাবে।এর সাহায্যে মঙ্গল গ্রহের অনেক হাই রিজলিউশন যুক্ত ছবি পাওয়া যাবে।এই মিশনের প্রধান উদ্দেশ্য হল, মঙ্গল গ্রহের মাটি পর্যবেক্ষণ করা এবং এখানে আগে কোন প্রান ছিল কিনা, তা খুঁজে বের করা।
এই হেলিকপ্টারটি হবে মঙ্গল গ্রহের প্রথম উড়ন্ত বস্তু, যার ওজন মাত্র ১.৮ কেজি, এর পাখাগুলি ৪ ফুট করে হবে।এটি প্রায় ১ লাখ ফুট অলটিটিউড পর্যন্ত উড়তে পারবে আর এর পাখার গতি ২৩০০-২৯০০ রিভলিউসন হবে, যা পৃথিবীর হেলিকপ্টারের থেকে অনেক বেশি।মঙ্গল গ্রহে কোন কিছুকে ওড়ানো খুবই কথিন কাজ।তাই হেলিকপ্টারটিকে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অনুসারে তৈরি করা হবে এবং এই মিশন উৎক্ষেপণ করার আগে অনেকগুলো টেস্ট করা হবে।এই মিশন সফল হলে পরবর্তীকালে মঙ্গল গ্রহে আরো উন্নত মানের হেলিকপ্টার পাঠানো হবে,যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।
আরও বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত ভিডিওটি দেখুন।ভালো লাগলে লাইক,কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন।




#helicopterflyonmars #nasasendshelicoptertomars #mars2020rovor #marshelicopter

মহাকাশচারনা:- https://mahakashcharona.blogspot.com/ Other:- https://tothyobhandar.blogspot.com/
*SOCIAL LINKS*
FB - https://www.facebook.com/pg/Mahakashcharona/posts/ Instagram - https://www.instagram.com/mahakashcharona/ Pinterest - https://pin.it/gun2b5bkj3q2c2 Telegram - https://t.me/mahakashcharona