বলুন তো, কোন দেশ স্পুটনিক ১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল(Sputnik 1 was launched by which country)?
আমরা সবাই জানি যে, বিশ্বের প্রথম মহাকাশ সংস্থা হল রাশিয়ার "রসকসমস"(Russian Space Agency Roscosmos)।এই সংস্থাটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।আর বিশ্বের প্রথম স্যাটেলাইটও রাশিয়া দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল।এই স্যাটেলাইটের নাম ছিল স্পুটনিক-১, যা ১৯৫৭ সালের ৪ অক্টোবর কাজাকিস্তান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল(Sputnik 1 was launched in 4th octobor 1957 from Kajakistan)।
স্পুটনিক-১ এর ব্যাসার্ধ ছিল ৫৮ সেন্টিমিটার(Diameter of Sputnik 1 was 58 cm)।এর ভর ৫৮.৩ কেজি এবং ক্ষমতা(Power) ছিল ১ ওয়াট।এটা ছিল ২১ দিনের একটি অভিযান।এই কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর(Earth) নিম্ন কক্ষপথে(Earth lower orbit) স্থাপন করা হয়েছিল।এর গতিবেগ ছিল ৮১০০ মিটার/সেকেন্ড এবং এই উপগ্রহটি ঘন্টায় ২৯০০০ কিলোমিটার যাত্রা করতে পারত।৯৬.২ মিনিটে পৃথিবীকে একবার পরিক্রমন করতে সক্ষম ছিল।
ছবিঃ স্পুটনিক-১
১৯৫৪ সালের ১৭ ডিসেম্বর রাশিয়ার রকেট বিজ্ঞানী "সারজেই কোরোলেভ" প্রতিরক্ষা মন্ত্রী "ডিমিট্রি উষ্টিনোভের" সাথে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেন।পরবর্তীকালে তখনকার আমেরিকার "রাষ্ট্রপতি দোয়াইট ডি এইসেনহওয়ার" ১৯৫৫ সালের ২৯ জুলাই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথা ঘোষণা করেন।
এই উপগ্রহটি ২১ দিন পর্যন্ত অনেক তথ্য দিয়েছিল।এরপর ব্যাটারী শেষ হয়ে যাওয়ায় এটি কাজ করা বন্ধ করে দেয়।পরে এটি পৃথিবীর কক্ষপথেই নষ্ট হয়ে যায়।১৯৫৭ সালের এই অভিযান পৃথিবীবাসীর কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
(নীচে রাশিয়ার মহাকাশ সংস্থা, "রসকসমস" এর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে।ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অ্যারো কি(Arrow key) এর মাধ্যমে আপনারা আগে পেছনে করে দেখতে পারেন এবং দেখবেন এইভাবে আপনারা রাশিয়ার মহাকাশ সংস্থার সব অভিযানের বিবরণ পেয়ে যাবেন।অথবা আপনারা ফোন থেকেও দেখতে পারেন।পৃথিবীতে যতগুলো মহাকাশ সংস্থা আছে তাদের মধ্যে রাশিয়ার মহাকাশ সংস্থার ওয়েবসাইটটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে।আপনারা দেখতে পারেন আশাকরি আপনাদেরও ভালো লাগবে)।
মহাকাশচারনা Store ➡ www.amazon.in/shop/influencer-b8490df8
4 Comments
Thanks sir
ReplyDelete.gd job
Bro this is your page
ReplyDeleteHa bhai
DeleteThank you very much for this one. And I hope this will be useful for many people.. and I am waiting for your next post keep on updating these kinds of knowledgeable things.
ReplyDeleterouge planet
Post a Comment