বর্তমানে ইসরো(ISRO) অনেকগুলো মহাকাশ মিশনের পরিকল্পনা করেছে।তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মিশনের(isro missions) কথা আজকে বলা হয়েছে।সেগুলো হল-
১) নিসার(NISAR) মিশনঃ- এর পুরো নাম নাসা-ইসরো সিন্থেটিক এপারচার রেডার (Nasa-Isro Synthetic Aperture Radar)।এটি নাসা এবং ইসরোর যৌথ প্রোজেক্ট।
২) আদিত্য এল-১(Aditya L-1):- এটি প্রথম ভারতীয় সূর্য মিশন।এই মিশনের প্রধান উদ্দেশ্য সূর্যের কোরোনা এবং আই আর(IR=Infrared Radiation) ব্যান্ডগুলোকে পর্যবেক্ষণ করা।
৩) শুক্রযান-১(Shukrayaan-1):- শুক্র গ্রহেও ইসরো প্রথম মিশন পাঠানোর কথা পরিকল্পনা করেছে।এটি ২০২০ এর পর পাঠানো হবে।এই মিশনের উদ্দেশ্য শুক্র গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
৪) মঙ্গলযান-২(Mangalyaan-2):- মঙ্গলযান-১ এর সফলতার পর ২০২২ সালের মধ্যে ইসরো মঙ্গলযান-২ মিশন পাঠানোর কথা ভাবছে।মঙ্গলযান-১ এ শুধু অরবিটার পাঠানো হয়েছিল, কিন্তু মঙ্গলযান-২ তে অরবিটার ছাড়াও ল্যান্ডার এবং রোভারও থাকবে।এই মিশনের মাধ্যমে মঙ্গল গ্রহ সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে।
৫) গগনযান মিশন(Gaganyaan Mission):- আপনারা অনেকেই শুনেছেন ২০২২ সালের মধ্যে ইসরো মহাকাশে প্রথম মানব মিশন পাঠাবে,যার নাম গগনযান।এই মিশনে ৩ জনকে ৭ দিনের জন্য মহাকাশে পাঠানো হবে।
৬) চন্দ্রযান-৩(Chandrayaan-3):- চন্দ্রযান-২ এর ৯৮% সফলতার পর ইসরো
চন্দ্রযান-৩ এর কথা পরিকল্পনা করছে।
আরও কিছু জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।পরবর্তীকালে এই সমস্ত মিশনগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলা হবে।
0 Comments
Post a Comment