গত ১৫ জুলাই চন্দ্রযান-২ ইসরো(ISRO) দ্বারা উৎক্ষেপণ করার কথা ছিল।কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সেটা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।অবশেষে গত ২২ জুলাই শ্রীহোরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর ২:43 মিনিটে ভারতের সবথেকে শক্তিশালী রকেট GSLV-mk III দ্বারা চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা হয়।এই দৃশ্য দেখার জন্য সেখানে অনেক মানুষের ভিড় জমেছিল।অনেক ছাত্রছাত্রী এবং মহাকাশ বিষয়ে আগ্রহী মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন।
চন্দ্রযান-২ তে ছিল একটি অরবিটার,বিক্রম নামের একটি ল্যান্ডার(Bikram lander) এবং প্রজ্ঞান নামের একটি রোভার(Pragyan rovor)।ল্যান্ডারটির নাম ডঃ বিক্রম সারাভাই এর নাম অনুসারে রাখা হয়,যাকে ইসরোর জনক বলা হয়।অরবিটারটির ওজন ২৩৭৯ কেজি এবং ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ক্যাপাবিলিটি ১০০০ ওয়াট।ল্যান্ডারটির ওজন ১৪৭১ কেজি এবং ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ক্যাপাবিলিটি ৬৫০ ওয়াট।আর রোভারটির ওজন ২৭ কেজি এবং ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ক্যাপাবিলিটি ৫০ ওয়াট।নিম্নলিখিত লিঙ্ক থেকে চন্দ্রযান-২ সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন।চন্দ্রযান-২ ৭ ই সেপ্টেম্বর চাঁদ(moon) এর মাটিতে অবতরণ করবে।কিন্তু তার আগে চন্দ্রযান-২ চাঁদ ও পৃথিবীর অনেকগুলো ফটো সংগ্রহ করেছে।এই অভিযানে অনেক উন্নতমানের প্রযুক্তি এবং ক্যামেরার ব্যবহার করা হয়েছে।সেগুলো হল - Terrain Mapping Camera(TMC),Large Area Soft X-ray Spectometer,Solar X-ray Monitor(XSM),Orbiter High Resolution Camera(OHRC),Imaging IR Spectometer এছাড়াও আরও অনেক প্রযুক্তিবিদ্যা।চন্দ্রযান-২ পৃথিবীর অনেকগুলো ফটো ছাড়াও চাঁদের বিভিন্ন গর্তের ফটো নেয়।এর দ্বারা চাঁদের জ্যাকসন,ম্যাক,মিত্রা,কোরোলেভ,সামারফিল্ড গর্তের ফটো নেয়।এছাড়া আজকে চন্দ্রযান-২ ডি-অরবিটিং সম্পন্ন করেছে।
এরফলে ইসরো আরও একটি বড়ো কৃতিত্ব অর্জন করে ফেলবে,যেটা সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয়।ইসরোর এই কৃতিত্বের কথা জানানোর জন্য ব্লগটি অবশ্যই শেয়ার করবেন।আরও বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।
এরফলে ইসরো আরও একটি বড়ো কৃতিত্ব অর্জন করে ফেলবে,যেটা সমগ্র ভারতবাসীর কাছে একটি গর্বের বিষয়।ইসরোর এই কৃতিত্বের কথা জানানোর জন্য ব্লগটি অবশ্যই শেয়ার করবেন।আরও বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।
0 Comments
Post a Comment