ইউ এফ ও(UFO) এর ব্যাপারে আমরা অনেকেই শুনেছি।অনেকেই মনে করেন ইউ এফ ও এর মাধ্যমেই এলিয়েনরা নাকি পৃথিবীতে এসেছিল।এলিয়েনরা পৃথিবীতে এসেছিল কিনা জানিনা কিন্তু বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গিয়েছে,যা মানুষের মনে অনেক কৌতুহল সৃষ্টি করেছে।তাছাড়া ইউএফও সংক্রান্ত্র এমন কতগুলো ঘটনা(ufo incidents) ঘটেছে,যেগুলো মানুষকে অবাক করে দিয়েছে এবং কিছু ক্ষেত্রে বিজ্ঞানীরাও বুঝতে পারেননি যে আসলে জিনিসটা কি।ইউ এফ ও এর পুরো নাম আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট(Unidentified Flying Object),যার বাংলা অর্থ অজানা উড়ন্ত বস্তু।ইউ এফ ও মানেই এলিয়েনদের মহাকাশযান এটা সম্পূর্ণ ঠিক নয়।যেকোনো উড়ন্ত বস্তু যাকে আমরা ওই মুহূর্তে চিহ্নিত করতে পারিনা তখন তাকে ইউএফও হিসেবে গণ্য করা হয়।
নিম্নলিখিত ভিডিওতে ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে ঘটে যাওয়া ইউ এফ ও সংক্রান্ত কয়েকটি ঘটনার(ufo sightings) কথা বলা হল।ভারতেও ইউ এফ ও দেখা গিয়েছিল।ভারতের কলকাতা এবং ভুপাল এ ইউ এফ ও দেখা গিয়েছিল।২০০৭ সালে কলকাতাতে(ufo sighting in kolkata) এবং ২০০৯ সালে ভুপালে ইউ এফ ও দেখা যায়।এছাড়াও পৃথিবীর বিভিন্নস্থানে বিভিন্ন সময়ে ইউ এফ ও দেখা গিয়েছিল।
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page
মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube
এর সেকেন্ড পার্টে ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ঘটে যাওয়া ইউ এফ ও সংক্রান্ত ঘটনাবলীর কথা বলা হবে।জানতে ইছহুক হলে অবশ্যই কমেন্ট করবেন।বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।
ইউ এফ ও সংক্রান্ত বিষয় আপনাদের ধারণা কি,সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।আর শেয়ার করে দেবেন।
0 Comments
Post a Comment