২০২২ সালে ইসরো মহাকাশে গগনযান মিশন পাঠাবে।এই মিশন পাঠানোর পূর্বে ইসরো অনেক পরীক্ষা-নিরীক্ষা করছে।তারই একটি নিদর্শন হল, ভারতের প্রথম মনুষ্যসৃষ্ট মহিলা রোবট,যা ইসরো তৈরি করবে।একে মহাকাশে পাঠিয়ে টেস্ট করা হবে।এই রোবটটির নাম দেওয়া হয়েছে "ব্যোমমিত্র"(Vyommitra)।ব্যোম কথাটির স্পেস অর্থাৎ মহাকাশ এবং মিত্র কথাটির অর্থ হল ফ্রেন্ড অর্থাৎ বন্ধু।সুতরাং ব্যোমমিত্র শব্দটির সম্পূর্ণ অর্থ হল "মহাকাশের বন্ধু"। 
এটি দুটি ভাষা বলতে পারে, হিন্দি ও ইংরেজি।এছাড়া একসাথে অনেকগুলো কাজ করতে পারবে।এটি মানুষের ক্রিয়াকলাপ নকল করতে পারবে, অন্যান্য মানুষকে চিনতে পারবে এবং তাদের প্রশ্নের জবাব দিতে পারবে।প্রজুক্তিগতভাবে এটি পরিবেশ নিয়ন্ত্রন এবং লাইফ সাপোর্ট সিস্টেমের কাজ সম্পাদন করতে পারে, সুইচ প্যানেল ক্রিয়াকলাপ পরিচালনা করতে পারে এবং পরিবেশগত বায়ুচাপ পরিবর্তনের সতর্কতা প্রদান করতে পারে।
২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এই হিউমেনইড রোবটটিকে মহাকাশে পাঠানো হবে।
কিছুদিন আগেই বাঙ্গালুরুতে মিডিয়ার সামনে একে প্রদর্শন করা হয়েছিল।তখন ইসরোর চেয়ারম্যান ডঃ কে সিভান(Dr. K Sivan) বিস্তারিতভাবে আলোচনা করেন।
আরও জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন। 

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube