আদিত্য এল-১ হল ভারতের প্রথম সূর্য মিশন, যা প্রধানত সূর্যের অধ্যয়নের জন্য উৎক্ষেপণ করা হবে।প্রথমে ঠিক করা হয়েছিল ৪০০ কেজি স্যাটেলাইটকে সাইন্টিফিক পেলোড সহ পৃথিবীর লোয়ার অরবিটে পাঠানো হবে, কিন্তু পরে এই পরিকল্পনার পরিবর্তন করা হয়।পরে ঠিক করা হয় ১৫০০ কেজির একটি  স্যাটেলাইটকে সাইন্টিফিক পেলোড সহ পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিমি দূরে ল্যাগারেঞ্জিয়ান-১ পয়েন্টে স্থাপন করা হবে।তাই এর নাম দেওয়া হয় আদিত্য এল-১।আমেরিকা,ইউরোপ এবং জাপানের পর ভারত হবে চতুর্থ দেশ যে সূর্যকে অধ্যয়নের জন্য মিশন পাঠাবে।এই মিশনে ইসরোর সাথে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স(মুম্বাই),টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (বেঙ্গালুরু), ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স(পুনে)।
সূর্যের কোরোনা পর্যবেক্ষণ করে এর তাপমাত্রার রহস্য উদঘাটন করাই এই মিশনের প্রধান উদ্দেশ্য। 

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube




মহাকাশ দুর্ঘটনাঃ- https://youtu.be/_P2S-jQstgc মহাকাশচারনা:- https://mahakashcharona.blogspot.com/ Other:- https://tothyobhandar.blogspot.com/
*SOCIAL LINKS*