কল্পনা চাওলার জন্ম হয়েছিল ১৯৬২ সালের ১৭ মার্চ।তার বাবার নাম বানারাসীলাল এবং মা সঞ্জোতি চাওলা।তিনি তাঁর চার ভাইবোনের মধ্যে সবথেকে ছোটো ছিলেন।ছোটবেলা থেকেই তিনি রকেট এবং এয়ারপ্লেনের ছবি আঁকতেন, আর রাতের আকাশে তারা দেখতেন অর্থাৎ ছোটবেলা থেকেই রকেট এবং মহাকাশ বিষয়ে তিনি আগ্রহী ছিলেন।টেগর বালনিকেতন স্কুল ছিল তার জীবনের প্রথম স্কুল।তিনি নাসার দুটি মিশনে কাজ করেছিলেন।
তাঁর ডাকনাম কি ছিল? তিনি কোথা থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন? কিভাবে নাসায় যোগ দিয়েছিলেন? নাসার কোন কোন মিশনে তিনি কাজ করেছিলেন? এবং তিনি কিভাবে মারা গিয়েছিলেন? ------- এই সব জানতে পারবেন নিম্নলিখিত ভিডিওর মাধ্যমে।সুতরাং ভিডিওটি অবশ্যই দেখুন।
আপনারা যদি আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি লাইক,শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube