আপনারা সবাই নীহারিকা বা নেবুলার কথা শুনেছেন।আসলে নেবুলা শব্দের অর্থ হল বাদল।ধুলো,হাইড্রোজেন,হিলিয়াম ও বিভিন্ন আইওনাইজড গ্যাসের মিশ্রণে নেবুলা তৈরি হয়।গ্যাস, ধুলো ও বিভিন্ন মহাজাগতিক বস্তু পরস্পরের দিকে আকর্ষিত হয়ে একত্রিত হয় এবং নেবুলা সৃষ্টি করে।নীহারিকা খুব হালকা ও কম উজ্জ্বল হয় এবং অনেকদূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে।এর উষ্ণতা প্রায় -২৭২ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে।এই নেবুলা থেকেই তারার সৃষ্টি হয়। আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সি, এন্ড্রোমেডাকে আগে এন্ড্রোমেডা নেবুলা(Andromeda Nebula) বলা হত।
আরও কিছু জানতে হলে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন। ↴ অথবা কমেন্ট করেও জানাতে পারেন।
আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page
মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube
*SOCIAL LINKS*
0 Comments
Post a Comment