আপনারা অনেকেই মেরুজ্যোতির কথা শুনেছেন বা হয়তো দেখেছেন।কিন্তু এটি আসলে কি, তা হয়তো অনেকেই জানে না।আসলে মেরুজ্যোতি শব্দের অর্থ হল ঊষা এবং একে ইংরেজিতে আরোরা বলা হয়।প্রাচীনকালে মেরুজ্যোতি নিয়ে অনেক উপকথা ছিল।যেমন- মেরুজ্যোতি নাকি ঈশ্বর সৃষ্টির সেতু।আবার অনেকে মনে করতেন, যখন পূর্বপুরুষেরা আকাশে মহোৎসব করতেন তখন মেরুজ্যোতি সৃষ্টি হতো।তবে এগুলো কুসংস্কার মাত্র, এগুলোর কোনোটিই সত্যি নয়।বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী কিভাবে মেরুজ্যোতি বা আরোরা সৃষ্টি হয় এবং সাধারণত কোন অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়, তা জানতে হলে নিম্নলিখিত ভিডিওটি অবশ্যই দেখবেন।
মহাকাশচারনা:- https://mahakashcharona.blogspot.com/
Other:- https://tothyobhandar.blogspot.com/
*SOCIAL LINKS*
FB - https://www.facebook.com/pg/Mahakashcharona/posts/
Instagram - https://www.instagram.com/mahakashcharona/
Pinterest - https://pin.it/gun2b5bkj3q2c2
Telegram - https://t.me/mahakashcharona
0 Comments
Post a Comment