১৯৭৫ সালে রাশিয়ার সাহায্য নিয়ে আর্যভট্ট স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল।কিন্তু ভারতের নিজের তৈরি প্রথম স্যাটেলাইট ছিল রোহিণী।আর্যভট্ট স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকেই ভারতীয় বিজ্ঞানীরা নিজের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেন।
রোহিণী সিরিজের মোট চারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল।১৯৭৯ সালে এই সিরিজের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।এই সিরিজের স্যাটেলাইটগুলোর নাম হল- RTP(Rohini Technology Payload),RS-1,RS-D1,RS-D2.
রোহিণী সিরিজের মোট চারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল।১৯৭৯ সালে এই সিরিজের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।এই সিরিজের স্যাটেলাইটগুলোর নাম হল- RTP(Rohini Technology Payload),RS-1,RS-D1,RS-D2.
ওই চারটি স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে আগ্রহী হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
0 Comments
Post a Comment