ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ(India's first artificial satellite), আর্যভট্ট স্যাটেলাইটের কথা আপনারা অনেকেই শুনেছেন এবং কিছুটা হলেও জানেন।আজকে "আর্যভট্ট স্যাটেলাইট"(aryabhata satellite) নিয়েই আলোচনা করা হলো।প্রাচীন ভারতের মহান গণিতজ্ঞ আর্যভট্টের(aryabhataনাম অনুসারে এই উপগ্রহের নাম রাখা হয়েছিল।১৯৭২ সালে বিজ্ঞানীদের মধ্যে এই উপগ্রহ নিয়ে আলোচনা শুরু হয়।অবশেষে ১৯৭৫ সালের ১৯ এপ্রিল কাপুষ্টিন ইয়ার থেকে কসমস-৩ এম লঞ্চ ভেইকেলের মাধ্যমে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ার সাহায্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।উপগ্রহটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর মহাকাশবিদ্যা সংক্রান্ত গবেষণার কাজ চালানোর জন্য উৎক্ষেপণ করা হয়েছিল। উপগ্রহটি রাশিয়ার সাহায্য নিয়ে উৎক্ষেপণ করা হলেও এর প্রধান দায়িত্ব ইসরোর উপর ছিল।

Aryabhata Satellite,India's first satellite

আর্যভট্ট স্যাটেলাইট

এই উপগ্রহের ভর ছিল ৩৬০ কিলোগ্রাম এবং ক্ষমতা ৪৬ ওয়াট।আর্যভট্ট স্যাটেলাইটটি ৫ বছর ১১ মাস সক্রিয় ছিল এবং ১৯৮১ সালের মার্চ মাসে এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।পুরনো পোস্টাল স্ট্যাম্পে আর্যভট্ট স্যাটেলাইটের ছবি ছিল,এমনকি পুরোনো দু টাকার নোটেও আর্যভট্ট স্যাটেলাইটের ছবি ছিল।
এই অভিযানের পর থেকেই মহাকাশের প্রতি ইসরো(ISRO) তথা সমগ্র ভারতবাসীর আগ্রহ ও আত্মবিশ্বাস বেড়ে যায়।অর্থাৎ এরপর থেকেই মহাকাশে ইসরোর পদার্পণ এর যাত্রা শুরু হয়। 

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                    
তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube

আরও কিছু জানার থাকলে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন এবং সাথে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন।