প্রক্সিমা সেন্টরাই(proxima centauri) এর ওপর নাম সেন্টরাই সি(Centauri C)।প্রক্সিমা সেন্টরাই সূর্য থেকে ৪.২৪৪ আলোকবর্ষ দূরে অবস্থিত ত্রি-নক্ষত্র মন্ডলীর একটি ক্ষুদ্র নক্ষত্র(proxima centauri distance from sun)।এটি হল সূর্যের সবথেকে কাছের নক্ষত্র।১৯১৫ সালে স্কটিশ জ্যোতির্বিদ রবাট ইনেস এই নক্ষত্র আবিস্কার করেন।তিনিই এর নাম প্রক্সিমা সেন্টরাই রাখার প্রস্তাব দেন।ফটোগ্রাফিক প্লেটের মাধ্যমে এই নক্ষত্রের সন্ধান পাওয়া যায়।এটি হল একটি ক্ষুদ্র ভরের লাল বামন তারা,যার ভর সূর্যের ১/৮ ভাগ এবং গড় ঘনত্ব ১/৩৩ ভাগ।প্রক্সিমা সেন্টরাই হল আলফা সেন্টরাই(Alpha centauri) নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তৃতীয় নক্ষত্র।এটি হলো একটি ঠান্ডা তারা।এই নক্ষত্রের কোন চৌম্বক ক্ষেত্র নেই।এর থেকে অতিবেগুনি রশ্মি(Altraviolet rays) বিকিরিত হয়,যার ফলে এই নক্ষত্র ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে।


Alpha Centauri,proxima centauri

আলফা সেন্টরাই(Alpha Centauri Star syatem)

বিজ্ঞানীরা যখন আলফা সেন্টরাই(Alpha centauri) নক্ষত্রমন্ডল এবং প্রক্সিমা সেন্টরাই(proxima centauri) নক্ষত্রের ব্যাপারে আরও সন্ধানের চেষ্টা করেন তখন তারা বুঝতে পারেন যে,আমাদের সৌরমণ্ডলের মত এখানেও একটি সৌরমন্ডল রয়েছে এবং এখানে প্রান থাকার সম্ভাবনাও রয়েছে।তারপর তারা যখন এ বিষয়ে আরও খোঁজ করেন তখন জানতে পারেন যে,পৃথিবীর মতো একই আকারের অর্থাৎ পৃথিবীর মতোই বড় এবং ভারী একটি গ্রহ প্রক্সিমা সেন্টারাই(proxima centauri) নক্ষত্রকে আবর্তন করে।আর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই গ্রহে মহাসাগর থাকার সম্ভাবনাও রয়েছে।এই গ্রহের নাম দেয়া হয়েছে প্রক্সিমা বি(proxima B)২০১৬ সালের আগস্ট মাসে স্পেক্ট্রোগ্রাফ এর সাহায্যে এ তথ্য পাওয়া যায়।


প্রক্সিমা সেন্টরাই(Proxima Centauri)


"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube


পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র হল প্রক্সিমা সেন্টরাই।আর এই নক্ষত্রের অন্তর্গত একটি গ্রহ হল প্রক্সিমা সেন্টরাই বি(Proxima Centauri B)। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই গ্রহে জল থাকার সম্ভাবনা রয়েছে এবং এই জল থেকেই ভবিষ্যতে প্রাণ সৃষ্টি হতে পারে।ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে।