মহাকাশে সফলতা পেতে গিয়ে মহাকাশ সংস্থাগুলি এবং মহাকাশচারীদেরকে অনেক সমস্যা ও দুর্ঘটনার(Space accidents) সম্মুখীন হতে হয়েছে এবং অনেক ক্ষেত্রে  মহাকাশচারীদের প্রাণ হারাতে হয়েছে।আজকের ভিডিওতে এরকমই তিনটি মহাকাশ দুর্ঘটনার কথা বলা হয়েছে যার মধ্যে একটি হল, "কলম্বিয়া স্পেস শাটল দুর্ঘটনা"(Columbia Space Shuttle Accident)।এই দুর্ঘটনা'তেই ভারতের মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা(Kalpana Chawla) মারা গিয়েছিলেন।তাই সমগ্র ভারতবাসী এই দুর্ঘটনা এবং কল্পনা চাওলার অবদানকে কোনদিনও ভুলতে পারবে না।এছাড়াও আরও অনেক মহাকাশ দুর্ঘটনার রয়েছে যেগুলি খুবই দুঃখজনক।আর কিছু দুর্ঘটনা সম্পর্কে হয়তো এখনও আমরা অবগত নয়।আমরা রাস্তাঘাটে প্রায়ই দুর্ঘটনা দেখে থাকি বা এর সম্মুখীন হই।কিন্তু মহাকাশ দুর্ঘটনার হল এর থেকেও অতি ভয়ানক। কারণ যে কোন মহাকাশ অভিযানের পেছনে অনেক মানুষের  পরিশ্রম লাগে,অনেক টাকা খরচ হয় এবং এত কিছুর পরেও যদি কোন দূর্ঘটনা হয়,তাহলে সেই অভিযানটি বিফল হয় এবং যদি সেখানে কোনো মহাকাশচারী পাঠানো হয় তাহলে তার প্রাণহানির সম্ভাবনা নিশ্চিত হয়।সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক।এই ভাবেই অনেক বিজ্ঞানী এবং মহাকাশচারী তাদের প্রাণ হারিয়েছে।কল্পনা চাওলা হলেন তাদের মধ্যেই একজন,যিনি একজন ভারতীয় ছিলেন।যখন ভারতকে সবাই গরিব দেশ হিসাবে জানে এবং সমগ্র ভারতবাসীর বেশিরভাগই খাবারের চিন্তায় মগ্ন,তখন তিনি মহাকাশে পা রেখেছিলেন এবং সবাইকে দেখিয়ে দিয়েছিলেন যে ভারত বর্ষ পিছিয়ে থাকার দেশ নয়।ওনার এই বীরত্বের কথা পৃথিবীবাসী কোনদিন ভুলতে পারবে না, বিশেষ করে তিনি সমগ্র ভারতবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।এছাড়া আরও যেসমস্ত মহাকাশচারী দুর্ঘটনার শিকার হয়েছেন তাদেরকেও পৃথিবীবাসী কোনদিন ভুলতে পারবে না।
আজকে এরকমই কয়েকটি দুর্ঘটনা নিয়ে আলোচনা করা হল। এই সমস্ত মহাকাশ দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য নিম্নলিখিত ভিডিওটি দেখুন। 


অবশ্যই শেয়ার করবেন আর এর মধ্যে কোন মহাকাশ দুর্ঘটনার কথা আপনার আগে থেকেই জানতেন সেটা কমেন্ট করে জানাবেন