চাঁদ কীভাবে সৃষ্টি হয়েছিল – চাঁদের অজানা রহস্য | How Moon Was Formed in Bengali – Facts About The Moon


·       চাঁদ কীভাবে সৃষ্টি হয়েছিল?

·       চাঁদ সৃষ্টির রহস্যটা আসলে ঠিক কি?

·       বিজ্ঞানীরা চাঁদ সৃষ্টির ব্যাপারে কি বলছেন?

 

চাঁদ নিয়ে সর্বদাই মানুষের মনে কৌতূহল রয়েছে। তাই চাঁদের রহস্য ভেদ করার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাছে। সম্প্রতি চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণায় নতুন তথ্য পাওয়া গেছে গবেষকদের দাবি, পৃথিবীর এই উপগ্রহটি তৈরি হতে শতাব্দীর পর শতাব্দী সময় লাগেনি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের সৃষ্টি হয়েছিল

How Moon Was Formed

চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে পূর্বেও বহু গবেষণা হয়েছে কিন্তু ঠিক কী ভাবে এই উপগ্রহ তৈরি হয়েছে, সেবিষয়ে বিজ্ঞানমহলে এখনও অনেক রহস্য রয়েছে সম্প্রতি একটি গবেষণায় চাঁদের উৎস সম্পর্কে নতুন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা

ব্রিটেনের ডারহ্যাম ইউনিভার্সিটির অধীন ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজির এক দল গবেষক জানিয়েছেন, চাঁদের সৃষ্টি হয়েছিল মাত্র কয়েক ঘণ্টায়। তাঁদের দাবি, পৃথিবীর সঙ্গে এক মহাজাগতিক বস্তুর ধাক্কার পরেই চাঁদের সৃষ্টি হয়েছিল।

কিন্তু প্রশ্ন হল এই বস্তুটির নাম কি এবং এর আকার ঠিক কতটা বড়, যার ফলে চাঁদের মত উপগ্রহের সৃষ্টি হল......

ডারহ্যাম ইউনিভার্সিটির গবেষকরা কৃত্রিম ভাবে মডেল হিসাবে অতীতের সেই মহাজাগতিক ঘটনার পুনর্নিমাণ করে দেখিয়েছেনতাতে দেখা গিয়েছে, পৃথিবীর সঙ্গে ওই মহাজাগতিক বস্তুর তীব্র সংঘর্ষ হয়েছিলআর এই সংঘর্ষের ফলে, পৃথিবীর একটি অংশ ছিটকে গিয়েছিল। তারপরেই সেটি পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে শুরু করেছিল। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’- এই গবেষণার তত্ত্ব প্রকাশিত হয়েছে।


"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

চাঁদের সৃষ্টি হয়েছিল প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে সাধারণ ভাবে মনে করা হয়, পৃথিবীতে বড়সড় কোনও আলোড়নের ফলে তার উপাদান ছিটকে বেরিয়ে চাঁদের সৃষ্টি হয়েছে কিন্তু, কেন চাঁদের গঠনের সঙ্গে পৃথিবীর গঠনের এত মিল, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও ধন্দ রয়েছে এখনও সেই রহস্য পুরোপুরি সমাধান করা যায়নি ডারহ্যাম ইউনিভার্সিটির গবেষণা চাঁদের উৎপত্তি রহস্যে আলো দেখাতে পারে বলে মনে করা হচ্ছে

নাসার দাবি, চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে এই আলোচনা এবং গবেষণা পৃথিবীর পক্ষেও কার্যকরী। চাঁদ নিয়ে এই ধরনের গবেষণা, কী ভাবে পৃথিবীতে মানুষের আবির্ভাব হল, বিজ্ঞানীদের তা বুঝতে সাহায্য করবে যে মহাজাগতিক বস্তুর সাথে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল, তাঁর নাম থিয়া এবং এর আকার প্রায় মঙ্গল গ্রহের সমান। 


মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube