আর ২৪ ঘণ্টায় নয়, ১ দিন হবে ২৫ ঘণ্টায়।সম্প্রতি একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।গবেষকরা বলছেন ১০০ কোটি বছর আগে পৃথিবীতে দিনের মাপ ছিল ১৮ ঘন্টা।ক্রমে সেই মাপের এ পৌঁছেছে ২৪ ঘন্টায়।আর আগামীতে সেটা হবে ২৫ ঘন্টা।এটা যেমন একদিকে সুখবর তেমনি অন্যদিকে দুঃখজনক।কারণ এর ফলে একদিন পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যাবে।বিজ্ঞানীরা এর জন্য পরিবেশ দূষণকে অনেকাংশে দায়ী করছেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ বেশি করে গাছ লাগান পরিবেশ এবং প্রাণ বাঁচান।কারন কারও একার পক্ষে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়।তাই আমাদের সবাইকেই সচেতন হতে হবে।গাছ কাটা ও দূষণ কম করতে হবে এবং বেশি পরিমানে গাছ লাগাতে হবে।গাছ লাগান আর জল বাঁচান।গাছ হল একমাত্র উপায়,যা আমাদের পরিবেশ দূষণ থেকে বাছাতে পারে।বর্তমানে বৃষ্টির পরিমান অনেক কমেছে এবং গরম বেড়েছে।এরফলে অনেক নদী শুকিয়ে যাছে।এসব থেকে মুক্তির একমাত্র উপায় হল গাছ।তাই আর দেরি না করে বেশি পরিমানে গাছ লাগাতে হবে।
আপনারা নীচের ভিডিওটি দেখতে পারেন।আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে অবশ্যই অন্যদেরকেও সচেতন করবেন।
আপনারা নীচের ভিডিওটি দেখতে পারেন।আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে অবশ্যই অন্যদেরকেও সচেতন করবেন।
1 Comments
Its full of information I am looking for and I love to post a comment that "The content of your post is awesome" Great
ReplyDeleterouge planet
Post a Comment