আজকে ভারত এবং পাকিস্তানের মহাকাশ সংস্থা(Indian space agency vs Pakistan space agency) অর্থাৎ ইসরো এবং সুপারকো(isro vs supaeco)-এর ব্যাপারে বলা হবে।আপনারা অনেকেই ভারতের মহাকাশ সংস্থা(Indian Space Agency) ইসরো(ISRO) সম্পর্কে জানেন।কিন্তু অনেকেই হয়তো পাকিস্তানের মহাকাশ সংস্থা(Pakistan Space Agency) সম্পর্কে জানেন না।নীচের ভিডিওতে এই দুই মহাকাশ সংস্থার ব্যাপারেই বলা হয়েছে।ইসরো সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচে দেওয়া লিঙ্ক থেকে আমার লেখা ব্লগটি পড়তে পারেন।
ISRO,Indian Space Agency,indian space research organisation

এইবার পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো(SUPARCO) এর ব্যাপারে বলব।পাকিস্তানের মহাকাশ সংস্থার পুরো নাম স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন।এটি ১৯৬১ সালে স্থাপিত হয়েছিল।পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীর উদ্যোগে এটি স্থাপিত হয়।এর সদর দপ্তর করাচীতে রয়েছে।এর প্রথম স্যাটেলাইটের নাম ছিল বদর-১,এটি একটি কমিউনিকেশন স্যাটেলাইট ছিল,যা চীনের সাহায্য নিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল।এখনও পর্যন্ত এই সংস্থা মাত্র ৬ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
badar-1,suparco,pakistan satellite,pakistan space agency

বদর-১(Badar-1) 



এরপর পাকিস্তান মহাকাশ গবেষণার ওপর কোন নজর বা জোর দেয়নি তাই ইসরোর  অনেক আগে প্রতিষ্ঠিত হলেও পাকিস্তানের মহাকাশ সংস্থা অনেক পিছিয়ে রয়েছে।
SUPARCO,pakistan psace agency


এখানে শুধুমাত্র দুটি দেশের মহাকাশ সংস্থার কথা আপনাদের কাছে তুলে ধরা হল।এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।

ইসরো