টাইটান হল শনি গ্রহের(Saturn) বৃহত্তম উপগ্রহ(চাঁদ) এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ।পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই উপগ্রহের মধ্যেই তরল পদার্থের সন্ধান পাওয়া গেছে।১৬৫৫ সালের ২৫ মার্চ নেদারল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেনস এই উপগ্রহ আবিষ্কার করেন।তিনি পৌরাণিক যোদ্ধা টাইটান এর নাম অনুসারে এই চাঁদের নাম টাইটান রাখেন।এটি আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ।টাইটানের ব্যাস চাঁদের দেড় গুণ এবং ভর চাঁদের ১.৮ গুন।এমনকি এই উপগ্রহ বুধ গ্রহ থেকেও বড়।শনি গ্রহ থেকে টাইটানের দূরত্ব প্রায় ১২ লক্ষ কিলোমিটার।এর ব্যাস প্রায় ৬৪০০ কিলোমিটার।টাইটানে একদিন পৃথিবীর প্রায় ১৫ দিন ১২ ঘন্টার সমান।

Titan,Titan moon,Moon,Saturn moon,Solar system,planets,Saturn biggest moon,টাইটান
                                                                        ছবিঃ টাইটান

গঠন ও বায়ুমণ্ডলঃ

টাইটানের বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ কিলোমিটার উপরে রয়েছে।এর বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন দিয়ে গঠিত।এখানে প্রায় ৯৫% নাইট্রোজেন রয়েছে।এবং বাকি ৫% এর মধ্যে রয়েছে মিথেন ইথেন এবং হাইড্রোজেন।টাইটানের জলবায়ু অনেকটা পৃথিবী পৃষ্ঠের মত পরিবেশ সৃষ্টি করেছে,সেখানে বায়ু প্রবাহ এবং বৃষ্টি দুটোই রয়েছে।পৃথিবীর(Earth) মতো বালিয়াড়ি,হ্রদ,নদী,সমুদ্র সবই রয়েছে।তবে সেখানকার নদী বা সমুদ্র জলের নয় বরং মিথেনের,এমনকি সেখানে বৃষ্টিও মিথেনের হয়।তবে এখানে মাধ্যাকর্ষণ বল অনেক কম থাকায় বৃষ্টি ভূপৃষ্ঠে পড়তে অনেক সময় নেয় এবং বৃষ্টির ফোঁটাগুলো অনেক বড় হয়।পৃথিবীর বায়ুমণ্ডল কোন একসময় এইরকম ছিল বলে ধারণা করা হয়।একই সাথে টাইটানে আণুবীক্ষণিক প্রান রয়েছে বলেও ধারণা করা হয়।অনেক গবেষক বলেছেন  টাইটানের পৃষ্ঠতলের নিচে তরল পদার্থের সমুদ্র থাকতে পারে এবং সেটা জীবনধারণের জন্য উপযোগীও হতে পারে।
                               টাইটানের বিষুবরেখার কাছাকাছি বড় বড় পাহাড় পর্বতের অস্তিত্ব আছে।এই এলাকাটির নাম রাখা হয়েছে "ঝানাডু"।টাইটানের বালিয়াড়িগুলি উচ্চতায় প্রায় ১০০ মিটার এবং বালিতে প্রচুর হাইড্রোকার্বন রয়েছে।মেরু অঞ্চলের কাছাকাছি  তরল হাইড্রোকার্বনের হ্রদ রয়েছে।
এইসব কারণের জন্য বিজ্ঞানীরা টাইটানে ভবিষ্যতে প্রাণ ধারণের সম্ভাবনা প্রকাশ করেছেন।হয়তো ভবিষ্যতে পৃথিবীর পর টাইটানই মানুষের প্রাণ ধারণের জন্য বাসস্থান হয়ে উঠবে।

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube