আমরা অনেকেই মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানি।কিন্তু মহাকাশ সম্পর্কে কিছু ধারনা আছে যেগুলো সম্পূর্ণ ভুল।নীচের ভিডিওতে মহাকাশ সম্পর্কিত ৫ টি ভুল ধারনা(space myths) নিয়ে আলোচনা করা হয়েছে।আপনারা ভিডিওটি দেখতে পারেন।যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুল সংক্ষেপে বলা হল।
১। আমরা অনেকেই ভাবি যে, বুধ হল আমাদের সৌরমণ্ডলের সবথেকে গরম গ্রহ।কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারন আমাদের সৌরমণ্ডলের সবথেকে গরম গ্রহ হল শুক্র(venus)।এই গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমানে কার্বন-ডাই-অক্সাইড(CO2) গ্যাস রয়েছে।আপনারা জানেন যে,কার্বন-ডাই-অক্সাইড হল একটি গ্রীন হাউস গ্যাস।এই গ্যাস সূর্যের তাপ শোষণ করে নেয় কিন্তু বিকিরিত হতে দেয় না।এরফলে শুক্র গ্রহের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে।এই গ্রহের বর্তমান তাপমাত্রা প্রায় ৪৬২ ডিগ্রি সেন্টিগ্রেড।
শুক্র গ্রহ(Venus planet) |
২। মহাকাশে(space) মহাকর্ষ নেই এই কথা অনেকের মুখেই শোনা যায়।কিন্তু এটি একটি ভুল ধারনা,কারন মহাকর্ষ(gravity) বলের কারনেই চাঁদ(moon) পৃথিবীর চারিদিকে এবং পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো সূর্যের চারিদিকে পরিক্রমন করে।
মহাকাশ(Space) |
৩। মহাকাশে কোনো দুর্ঘটনা হলে তার শব্দ শোনা যায়।এই কথা ঠিক নয়।কারন মহাকাশে বায়ুমাধ্যম নেই।আর সিনেমাতে যেগুলো দেখানো হয় সেগুলো শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য শব্দসহ দেখানো হয়।
৪। চাঁদ(moon) পৃথিবীকে পরিক্রমন করতে একদিন সময় নেয় একথাও ভুল।কারন,চাঁদ পৃথিবীকে পরিক্রমন করতে প্রায় ২৭ দিন সময় নেয়।এই সময় চাঁদের আকৃতির পরিবর্তন হয়,যাকে চাঁদের দশা(moon phse) বলা হয়।
৫। মহাকাশ থেকে চীনের প্রাচীর(great wall of china) দেখা যায়,এইকথা অনেকের মুখেই শোনা যায়।কিন্তু এই ধারনা সম্পূর্ণ মিথ্যে।কারন, বিজ্ঞানীদের মতে মহাকাশ থেকে পৃথিবীর কোনো ইমারত,বিল্ডিং বা সৌধ দেখা যায় না।
বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।অবশ্যই শেয়ার করবেন।আর কমেন্ট করে জানাবেন যে,এর মধ্যে কোনটি সম্পর্কে আপনাদের ভুল ধারনা ছিল।
চীনের প্রাচীর(Great Wall of China) |
1 Comments
Thanks for sharing quality
ReplyDeleterouge planet
Post a Comment