আজকে
জুন মাসের বিরল মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে বলব।
৬ তারিখ অমাবস্যা এবং ২২ তারিখ
পূর্ণিমা হবে। এইধরনের আরও কিছু ঘটনা আছে, তবে এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর
কথাই বলব। আর এইসমস্ত ঘটনার মধ্যে ২১ তারিখের ঘটনাটি সবথেকে গুরুত্বপূর্ণ।
জুনের ৩ তারিখে বুধ, মঙ্গল, বৃহস্পতি,
ইউরেনাস, শনি ও নেপচুন এই ছয়টি গ্রহ একই সরলরেখায় আসবে। এই ঘটনাকে প্যারেড অফ প্লানেটস
বলা হয়। এই মহাজাগতিক দৃশ্য ভোর ৪:৩০ টে থেকে ৫:৩০ টার মধ্যে দেখা যাবে।
এরপর ১০ তারিখ এরিটিডস উল্কা
ঝর্না দেখা যাবে। তবে এই উল্কা বৃষ্টি যখন হবে, তখন ভারত ও বাংলাদেশে দিন থাকবে। তাই
এটি দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।
২১ তারিখ জুন সলষ্টাইস হবে। ওইদিন
দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে।
এরপর জুনের ২৭ তারিখে বুটিডস উল্কা বৃষ্টি হবে।
0 Comments
Post a Comment