প্রত্যেক মাসেই কিছু না কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। আপনি যদি আগের মাসের ঘটনাগুলো মিস করে থাকেন, তাহলে চিন্তা করবেন না। এই মাসে অর্থাৎ জুলাইয়েও দুর্দান্ত কিছু মহাজাগতিক ঘটনা দেখা যাবে। কবে কোনদিন কি কি ঘটনা দেখা যাবে আজকের ভিডিওতে সেসম্পর্কেই বিস্তারিত বলা হবে। তো চলুন জেনে নেওয়া যাক,
১৩ জুলাই – এদিন সুপারমুন দেখা যাবে।
চাঁদ সূর্যের মতো পৃথিবীর বিপরীত দিকে অবস্থিত হবে এবং এর মুখ সম্পূর্ণরূপে আলোকিত হবে। এই পূর্ণিমাকে আদি আমেরিকান উপজাতিরা বক মুন নামে পরিচিত করেছিলেন। কারণ পুরুষ বক হরিণের বছরের এই সময়ে নতুন শিং গজাতে শুরু করবে। এই চাঁদটি
থান্ডার মুন এবং হে মুন নামেও পরিচিত। এটি ২০২২ সালের দ্বিতীয় সুপারমুন।
চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের কাছাকাছি থাকবে এবং স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় এবং
উজ্জ্বল দেখাবে।
জুলাই ২৮, ২৯ - ডেল্টা অ্যাকুয়ারিডস উল্কা ঝরনা।
এতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২০ টি উল্কা পতিত হতে পারে।
0 Comments
Post a Comment