আর্টেমিস অভিযানের কথা তো আপনি
নিশ্চয়ই শুনেছেন। আর আপনি এটাও শুনেছেন যে, এই মিশনের সাহায্যে ৪ জন মহাকাশচারীকে চাঁদে
পাঠানো হবে। কিছুদিন আগে নাসা আর্টেমিস মিশনের এই ৪ জন মহাকাশচারীর নাম ঘোষণা করেছে,
যার মধ্যে একজন মহিলাও আছেন। এই ৪ জনের নাম কি, ওনারা কোন দেশের বাসিন্দা, আগে কি করতেন
এবং ওনাদেরকেই কেন এই মিশনের জন্য বেঁচে নেওয়া হল, আজকে এইসব বিষয়েই বলা হল। তো চলুন জেনে নেওয়া যাক,
প্রথমে যে মহাকাশচারীর কথা বলছি
ওনার নাম হল, জেরেমি হ্যান্সেন। ওনার বয়স ৪৭ বছর। উনি কানাডাতে জন্মগ্রহন করেছিলেন।
উনি কানাডিয়ান স্পেস এজেন্সির একজন অ্যাস্ট্রোনট। ২০০৯ সাল থেকে তিনি ওই সংস্থার সাথে
যুক্ত আছেন।
দ্বিতীয় মহাকাশচারী হলেন, ভিক্টর
যে গ্লোভার। উনি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জন্মেছিলেন। ওনার বয়স প্রায় ৪৬ বছর। বর্তমানে
উনি নাসার একজন অ্যাস্ট্রোনট। তিনি এর আগে স্পেস-এক্সেও কাজ করেছেন এবং ইউ এস নেভির এফ-১৮(F-18)
এর পাইলট ছিলেন।
তৃতীয় মহাকাশচারী রেইড ওয়াইসম্যান
আমেরিকার ৪৭ বছরের একজন বাসিন্দা। তিনি ২০১৮ সালে মহাকাশে গিয়েছিলেন, তখন তিনি ইন্টারন্যাশনাল
স্পেস স্টেশনে ফ্লাইট ইঞ্জিনিয়ারের কাজ করেছিলেন।
মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
এই মিশনের শেষ এবং একমাত্র মহিলা মহাকাশচারী হলেন খ্রিস্তিনা কোচ। উনি একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ৪৪ বছরের এই মহাকাশচারী ২০১৩ থেকে নাসার সাথে যুক্ত আছেন। এর আগে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে নিযুক্ত ছিলেন।
আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ↴
0 Comments
Post a Comment