প্রতিমাসেই কিছু না কিছু দুর্দান্ত মহাজাগতিক ঘটনা ঘটে থাকে, যেমন - উল্কাপাত, পৃথিবীর পাশ দিয়ে গ্রহাণুর প্রত্যাবর্তন, সুপারমুন, সূর্য ও চন্দ্রগ্রহণ ইত্যাদি, যেগুলো দেখার জন্য সবাই, বিশেষ করে মহাকাশপ্রেমিরা অধীর আগ্রহে থাকে। 

জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত পৃথিবীবাসী দারুন কয়েকটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থেকেছে। তবে সেগুলো যদি মিস করে থাকেন, তাহলে চিন্তার কোন দরকার নেই। কারণ, এই মে মাসে আপনার কাছে আকর্ষণীয় কিছু মহাজাগতিক ঘটনা দেখতে পাওয়ার সুযোগ রয়েছে। 

আজকে মে মাসের মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে বলব। ৫ তারিখ পূর্ণিমা এবং ১৯ তারিখ অমাবস্যা হবে। এইধরনের আরও কিছু ঘটনা আছে, তবে এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথাই বলব। 

তো চলুন জেনে নেওয়া যাক,

Cosmic Events of May 2023

৫ মে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি একটি পেনাম্ব্রাল লুনার ইক্লিপ্স হবে। গ্রহণটি ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরীয় কিছু অঞ্চল থেকে দেখা যাবে। এই গ্রহণ রাত্রি ৮:৪৪ থেকে ১ টা পর্যন্ত দেখা যাবে।

৫ ও ৬ তারিখে অ্যাকুয়ারিস উল্কা ঝর্না দেখা যাবে। এতে প্রতি ঘণ্টায় প্রায় ৬০ টি করে উল্কা পতিত হয়। তবে খালি চোখে এই দৃশ্য দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।  

এরপর ২৯ মে বুধ গ্রহকে পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে।