আপনি কি জানেন, নাসা আপনাকে ঘুমানোর
জন্য টাকা দেবে। কিন্তু প্রশ্ন হল কার সাথে। কিছুদিন আগে নিউস ওয়েবসাইট গুলোতে একটি
খবর পাবলিশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, নাসা একটি প্রোগ্রাম চালু করেছে, যেখানে ঘুমানোর
জন্য টাকা দেওয়া হবে। তো এই প্রোগ্রাম আসলে কি, কারা এতে অংশগ্রহন করতে পারবে, কত টাকা
দেওয়া হবে এবং কার সাথে শুতে হবে, আজকে এইসব বিষয়েই বিস্তারিত বলব। তো চলুন
জেনে নেওয়া যাক,
দেখুন প্রথমেই বলে রাখি এই প্রোগ্রামে
ঘুমোতে হবে ঠিকই এবং আপনি তার জন্য টাকাও পাবেন, কিন্তু কারও সাথে শোয়ার সুযোগ পাবেন
না। তার জন্য দুঃখিত। এই বিষয়টা আগেই পরিস্কার করে দিলাম। এবার
আসল কথায় আসি। কিছুদিন আগে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে A G B R
E S A অর্থাৎ দা আর্টিফিসিয়াল গ্র্যাভিটি বেড রেস্ট স্টাডি প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে।
যেখানে কিছু ভলেন্তিয়ারকে প্রায় ৯৪ দিনের এই কর্মসূচীর জন্য বেছে নেওয়া হবে। এর মধ্যে
৬০ দিন বেড রেস্ট করানো হবে এবং বাকি দিনগুলোতে শারিরীক সক্ষমতার ওপর নজর রাখা হবে।
পুরো কর্মসূচীটি জার্মান স্পেস সেন্টারে করানো হবে। কিন্তু প্রশ্ন হল, কেন এই প্রোগ্রাম
করানো হছে এবং কারা এতে অংশগ্রহন করতে পারবে।
মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
এটি একটি চিকিৎসামূলক এবং বিজ্ঞানমূলক
গবেষণা। এখানে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অর্থাৎ কৃত্রিম অভিকর্ষ এবং ওজন কমে যাওয়ার
ফলে শরীরে কিধরনের প্রভাব পড়ে তা পর্যবেক্ষণ করা হবে। সহজ ভাষায় মহাকাশে মহাকাশচারীদের
ঘুমনোর ব্যবস্থাকে আরও আরামদায়ক করার উদ্দেশ্যেই এই প্রোগ্রাম করা হছে। এতে নাসা প্রত্যেকটি
ভলেন্তিয়ারকে প্রত্যেক মাসে প্রায় ১৮ হাজার ৫০০ ডলার অর্থাৎ প্রায় ১৫ লাখ টাকা দেবে।
এই কর্মসূচীতে ১২ জন পুরুষ এবং ১২ জন মহিলাকে বেছে নেওয়া হবে। যাদেরকে অবশ্যই জার্মানি
ভাষা জানতে হবে। সুতরাং বুঝতেই পারছেন এখানে আমাদের সুযোগ নেই। তবে আপনি যদি জার্মানি
জানেন তাহলে আবেদন করতে পারেন।
হয়তো একদিন আমাদের জন্যও এরকম সুযোগ আসবে। আর এইধরনের খবরের আপডেট একমাত্র “মহাকাশচারনা” ওয়েবসাইটেই পাবেন।
0 Comments
Post a Comment