আজকে অক্টোবর
মাসের
মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে বলব। এখানে পূর্ণিমা, অমাবস্যা এইধরনের ঘটনা বাদ দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথাই বলব।
তো চলুন জেনে নেওয়া যাক,
১২ ই অক্টোবর C/2023 A3 ধূমকেতুকে আকাশে দেখা যাবে। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোরে এই ধূমকেতু দেখা গিয়েছিল।
১৪ ই
অক্টোবর শুক্র গ্রহ
চাঁদের অনেক কাছাকাছি আসবে।
১৭ ই অক্টোবর সুপারমুন দেখা যাবে, ২০২৪ সালের সবথেকে বড় এবং উজ্জ্বল সুপারমুন হবে।
এরপর
২১শে অক্টোবর অরিওনিডস উল্কা বৃষ্টি হবে।
0 Comments
Post a Comment