রাত্রিবেলায় পরিস্কার আকাশে আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাই। আমরা সবাই জানি যে, নক্ষত্রদের থেকে আলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আসে সেইজন্য আমরা নক্ষত্রদের মিটমিট করতে দেখি। কিন্তু আজকে নক্ষত্র সম্পর্কিত এমন কয়েকটি মজাদার ও অজানা তথ্যের ব্যাপারে বলব, যেগুলো ৯৯% মানুষ জানেনা। যেমন খলা আকাশে কতগুলো নক্ষত্র দেখতে পাওয়া যায়, নক্ষত্র কোন উপাদান দিয়ে তৈরি, আমাদের গ্যলাক্সিতে কতগুলো নক্ষত্র আছে, নক্ষত্র কয়প্রকার ও কি কি এবং আমাদের সূর্য কি ধরনের নক্ষত্র, এছাড়া আরও কয়েকটি মজাদার তথ্যের ব্যাপারে বলব। তো চলুন জেনে নেওয়া যাক,
নাম্বার
১,
খোলা আকাশে আমাদের পৃথিবী থেকে প্রায় ৯০০০ টি নক্ষত্র দেখা যেতে পারে। কিন্তু বেশিরভাগ
নক্ষত্র খালি চোখে দেখা যায় না। তবে আকাশ পরিস্কার থাকলে ৫০০০ টা দেখা যেতে পারে।
নাম্বার
২,
বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, আমাদের গ্যালাক্সিতে প্রায় ১০০ হাজার মিলিয়ন নক্ষত্র রয়েছে।
এবার ভাবুন তাহলে পুরো মহাবিশ্বে কতগুলো নক্ষত্র থাকতে পারে।
নাম্বার
৩, একটি
নক্ষত্রের তুলনায় আমাদের চোখে বেশি অনু রয়েছে।
নাম্বার
৪, নক্ষত্রে
সাধারণত ৭০% হাইড্রোজেন, ২৮% হিলিয়াম, ১.৫% কার্বন, নাইট্রোজেন, নিয়ন, ০.৫% লোহা এবং
অন্যান্য কিছু উপাদান দিয়ে তৈরি।
নাম্বার
৫,
পুরো ব্রহ্মাণ্ডে কোটি কোটি নক্ষত্র রয়েছে। আর এইসব নক্ষত্র থেকে আলো আসতে অনেক সময়
লাগে। তাই আমরা তাদের অতীত দেখতে পাই।
নাম্বার
৬, উষ্ণতা
অনুযায়ী নক্ষত্র বিভিন্ন প্রকারের হয়। যেমন
সাদা, হলুদ, লাল, নীল প্রভৃতি। যাদের মধ্যে নীল নক্ষত্রের উষ্ণতা সবথেকে বেশি এবং
লাল নক্ষত্রের সবথেকে কম। এই প্রসঙ্গে বলে রাখি আমাদের সূর্য একটি ইয়েলো ডুয়ারফ স্টার
অর্থাৎ হলুদ বামন নক্ষত্র।
নাম্বার
৭, স্পেকট্রাম
বা বর্ণালী অনুযায়ী নক্ষত্রকে O, B, A, F, G, K, M এই ৭ ভাগে ভাগ করা হয়েছে। সূর্য
হল G টাইপের নক্ষত্র।
মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
তো এই ছিল নক্ষত্র সম্পর্কিত
কয়েকটি মজাদার তথ্য। এর মধ্যে কত নাম্বার তথ্যটি আপনি জানতেন, সেটা কমেন্ট করে জানান।
0 Comments
Post a Comment