আগের মাসে অর্থাৎ এপ্রিলে এইবছরের প্রথম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আর এইমাসে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে। আমরা জানি যে, সাধারণত পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়। এইবছর দুটি চন্দ্রগ্রহণ হবে। যার মধ্যে প্রথমটি এই মাসেই ঘটবে। এই গ্রহণ কবে, কখন, কোথা থেকে দেখা যাবে অর্থাৎ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা আজকে সেইসব বিষয়েই বিস্তারিত বলব। তো চলুন জেনে নেওয়া যাক,

First Lunar Eclipse 2023

এইবছরের প্রথম চন্দ্রগ্রহণ ৫ ই মে রাত্রি ৮:৪৪ থেকে ১ টা পর্যন্ত অর্থাৎ প্রায় ৪ ঘণ্টা ১৬ মিনিট স্থায়ী হবে। এটি একটি পেনাম্ব্রাল লুনার ইক্লিপ্স হবে। গ্রহণটি ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরীয় কিছু অঞ্চল থেকে দেখা যাবে। তবে দুঃখের বিষয় এই যে, ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।