মহাকাশ সম্পর্কিত ২৫ টি রহস্যময় ফ্যাক্টস – 25 Interesting Space Fcats in Bengali You Don’t Know
আমরা অনেকেই মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানি। কিন্তু মহাকাশ এমনই এক বিষয়, যার জানার কোন শেষ নেই। মহাকাশ সম্পর্কে প্রতিদিন নতুন নতুন খবর শোনা যায়। যেমন - গ্রহ নক্ষত্রের খবরাখবর, রকেট লঞ্চ, ব্ল্যাক হোল বা কোন গ্যালাক্সি আবিষ্কার ইত্যাদি। আর আপনাকে এই সমস্ত খবরের আপডেট দেওয়ার জন্য “মহাকাশচারনা” সবসময় তৈরি থাকে। আজকে মহাকাশ সম্পর্কিত ২৫ টি মজাদার ও অজানা তথ্যের ব্যাপারে বলব। প্রত্যেকটি তথ্যই গুরুত্বপূর্ণ। তো চলুন এবার জেনে নেওয়া যাক,
১. যদি কোনো নক্ষত্র কোনো ব্ল্যাকহোলের খুব কাছ থেকে যায়, তবে নক্ষত্রটি দু'ভাগে ভাগ হয়ে যেতে পারে।
২. আমাদের সৌরজগতের বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর।
৩. শনি গ্রহের একটি উপগ্রহ আছে যা সূর্যের আলোর 90% প্রতিফলিত করে এবং এই উপগ্রহ টির নাম এনসেলাডাস।
৪. আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি 1 লক্ষ 5 হাজার 700 আলোকবর্ষ চওড়া।
৫. সূর্যের ওজন কত জানেন? সূর্যের ওজন পৃথিবীর 330000 গুন।
৬. বাতাস না থাকায় চাঁদে মহাকাশচারীদের পায়ের ছাপ কখনই অদৃশ্য হবে না।
৭. কম মাধ্যাকর্ষণ শক্তির কারণে, পৃথিবীতে 220 পাউন্ড ওজনের একজন ব্যক্তির ওজন মঙ্গল গ্রহে 84 পাউন্ড হবে।
৮. বৃহস্পতি গ্রহের 79 টি উপগ্রহ রয়েছে, যা বৃহস্পতি গ্রহ কে প্রদক্ষিণ করে।
৯. মঙ্গল গ্রহে একদিন মানে পৃথিবীর 24 ঘন্টা 39 মিনিট 35 সেকেন্ড। অর্থাৎ
মঙ্গল গ্রহে একদিন পৃথিবীর একদিনের থেকে ৩৯ মিনিট ৩৫ সেকেন্ড বেশি।
১০. সূর্যে প্রতি 25 থেকে 35 দিনে একবার করে পূর্ণ ঘূর্ণন (full rotation) হয়।
১১. প্লুটো গ্রহটি আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকেও ছোট।
১২. ম্যাথামেটিক্স অনুসারে, ব্ল্যাকহোলের পাশাপাশি "হোয়াইট হোল" সম্ভব । কিন্তু এখনো পর্যন্ত আমরা এমন কোন কিছুই খুঁজে পাইনি।
১৩. আমাদের সৌরজগতের অন্য যে কোন গ্রহের চেয়ে শুক্রে আগ্নেয়গিরির সংখ্যা অনেক বেশি।
১৪. ইউরেনাস গ্রহের নীল আভা ইউরেনাসের বায়ুমন্ডলে থাকা হাইড্রোজেন গ্যাসের অধিকের কারণে তৈরি হয়েছে।
১৫. আমাদের সৌরজগতে চারটি গ্রহ আছে যাদের আমরা "গ্যাস জায়ান্ট" নামে চিনি। সেগুলি হল বৃহস্পতি, শনি, ইউরেনাস নেপচুন।
১৬. ইউরেনাস গ্রহের এখনো পর্যন্ত 27 টি উপগ্রহ আবিষ্কার করা হয়েছে।
১৭. ইউরেনাস গ্রহে একেকটি ঋতু পৃথিবীর প্রায় 21 বছর বয়সের সময় স্থায়ী হয়। ভেবে দেখুন একুশ বছর টানা গরম বা শীত কেমন হবে?
১৮. ট্রাইটন ধীরে ধীরে নেপচুনের খুব কাছাকাছি চলে আসছে।
১৯. পৃথিবীতে যত বালিকণা আছে তার চেয়েও বেশি তারা আমাদের মহাকাশে আছে।
২০. নেপচুন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 165 বছর সময় নেয়।
মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
২১. আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এখনো পর্যন্ত মহাকাশে পাঠানো সবচেয়ে বড় মনুষ্যবাহী যন্ত্র।
২২. প্লুটোতে একদিন মানে পৃথিবীর প্রায় 154 ঘন্টার সমান।
২৩. মহাকাশে জলের ফোঁটা গোলাকার হয়।
২৪. বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহ কে সাধারণত ইনার প্লানেট বলা হয়।
২৫. আমরা মহাবিশ্বের মাত্র 5% দেখতে পাই।
0 Comments
Post a Comment