বিরল প্রকৃতির সূর্যগ্রহণ – কবে কখন কোথা থেকে দেখা যাবে | First Solar Eclipse of 2023

সাধারণত অমাবস্যায় সূর্যগ্রহণ ও পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়। প্রতিবছরই প্রায় দুটি করে সূর্যগ্রহণ ও দুটি করে চন্দ্রগ্রহণ হয়। এইবছরেও দুটি সূর্য ও দুটি চন্দ্র গ্রহণ দেখা যাবে। এইমাসে অর্থাৎ এপ্রিলে ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ হবে। এটি একটি হাইব্রিড সূর্যগ্রহণ হবে। এই হাইব্রিড সূর্যগ্রহণ মানে কি এবং এই গ্রহণ কবে, কখন, কোথা থেকে দেখা যাবে অর্থাৎ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা আজকে সেই বিষয়েই বলা হল। তো চলুন জেনে নেওয়া যাক,

First Solar Eclipse of 2023

"  মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

এইবছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল প্রায় সকাল ৭ টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত দেখা যাবে। এটি একটি হাইব্রিড সূর্যগ্রহণ হবে। আপনি কি এই হাইব্রিড কথার অর্থ জানেন, কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে জানান। হাইব্রিড সূর্যগ্রহণ কথার অর্থ হল, এটি সম্পূর্ণও নয় এবং আংশিকও নয়। এই দুটির মিশ্র ফলাফল। মানে কিছু জায়গা থেকে এটিকে সম্পূর্ণ গ্রহণ দেখাবে আবার কিছু জায়গায় এটিকে আংশিক গ্রহণ রুপে দেখা যাবে। এটি একটি বিরল প্রকৃতির সূর্যগ্রহণ। এই গ্রহণ দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউ গিনি থেকে দেখা যাবে। অর্থাৎ দুঃখের বিষয় এই যে, ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আপনি নিরাশ হবেন না। এইবছর আরও ৩ টি গ্রহণ দেখা যাবে। এই ওয়েবসাইটে সেগুলোর আপডেট খুব শীঘ্রই পেয়ে যাবেন। 

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube