মহাকাশের খবর ৬ – ধূমকেতু দেখা যাবে | Space News 6 – Astronomy Events | Comet Flyby Earth
এই সপ্তাহে মহাকাশ সম্পর্কিত যা কিছু ঘটেছে বা তথ্য প্রকাশিত হয়েছে, আজকের ভিডিওতে সেই সমস্ত ঘটনা বা তথ্যগুলো তুলে ধরা হবে, অর্থাৎ এটাকে মহাকাশের সাপ্তাহিক খবরও বলা যেতে পারে। প্রত্যেকটি ঘটনা খুবই ইন্টারেস্টিং। তবে এর মধ্যে একটি ঘটনা এমন আছে, যা প্রায় ১০০০ বছরে একবার ঘটেছে। সেগুলো কি কি জেনে নিন,
নম্বর
১ – শুক্র
গ্রহকে এইমাস তথা এইবছর অর্থাৎ ২০২৩ সালে সারা বছর ধরে দেখা যাবে।
নম্বর
২ – ১৮
ই জানুয়ারী স্পেস-এক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে গ্লোবাল প্রসেসনিং স্যাটেলাইট
উৎক্ষেপণ করেছিল। এই রকেট থেকে ধোঁয়া নির্গত হয়ে আকাশে এক কুণ্ডলীর রুপ নিয়েছিল। আর
এটা প্রথমবার নয়, এর আগেও এই ঘটনা ঘটেছিল।
নম্বর
৩ – সাম্প্রতিক
খবর অনুযায়ী, একটি উজ্জ্বল সবুজ ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। গ্রহাণুটি ১৭ ই
জানুয়ারী সূর্যের খুব কাছাকাছি পৌঁছেছিল এবং ফেব্রুয়ারীর ২ তারিখে পৃথিবীর কাহাকাছি
আসবে এবং পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে। এই গ্রহাণু ২০২২ সালের মার্চ মাসে আবিষ্কৃত
হয়েছিল। এর নাম C/2022 E3(ZTF). এই ধূমকেতু সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই
কমেন্ট করবেন।
নম্বর
৪ – সম্প্রতি
বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফাবৃত স্থলভূমিতে একটি মহাকাশীয় পাথর অর্থাৎ উল্কাপিণ্ড
খুঁজে পেয়েছে। এর ওজন প্রায় ১৭ পাউন্দ বা ৭.৬ কেজি। পাথরটি নিয়ে এখন গবেষণা চলছে। যদি
এবিষয়ে কোন আপডেট পাওয়া যায়, তাহলে সেবিষয়ে একটি ভিডিও “মহাকাশচারনা” চ্যানেলে আপলোড
করা হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন।
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন।
নম্বর ৫ – সম্প্রতি চাঁদ পৃথিবীর সবথেকে কাছাকাছি এসেছিল। তখন পৃথিবী ও চাঁদের মধ্যে দুরত্ত ছিল প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৫৬৮ কিমি। শেষবার ১০৩০ সালে চাঁদ পৃথিবীর এত কাছে এসেছিল। ভবিষ্যতে আবার প্রায় ৩৪৫ বছর পর ২৩৬৮ সালে এরকম ঘটনা ঘটবে।
0 Comments
Post a Comment