আজকে মহাকাশ সম্পর্কিত ১০ টি মজাদার ও অজানা তথ্যের ব্যাপারে বলা হল,
1. ১) যেকোনো মুহূর্তে অর্থাৎ যদি আপনি মনে করেন এখন তবে এক্ষুনি পৃথিবীর কোথাও না কোথাও অন্তত 2000টি বজ্রপাত হচ্ছে।
2. ২) সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমে যাচ্ছে।
3. ৩) যদি আপনি 75 মাইল প্রতি ঘন্টা গতিতে শনি গ্রহের বলয়ের চারপাশে গাড়ি চালাতে পারেন, তাহলে আপনার শনি গ্রহের বলয়ের চারপাশে গাড়ি চালাতে প্রায় 258 দিন সময় লাগবে।
4. ৪) আউটার স্পেস আপনি ভাবছেন হয়তো অনেক দূরে, কিন্তু আসলে আউটার স্পেস মাত্র 62 মাইল দূরে। আপনি খাড়াভাবে 62 মাইল উঠে গেলে আউটার স্পেস এ প্রবেশ করবেন।
5. ৫) ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের পৃথিবীকে প্রতি 92 মিনিটে একবার করে প্রদক্ষিণ করছে।
৬) সাধারণত ছায়াপথ (galaxy) তিন ধরনের হয়ে থাকে উপবৃত্তাকার (elliptical) সর্পিল (spiral) এবং অনিয়মিত (irregular)।
৭) মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় 100,000 মিলিয়ন তারা রয়েছে।
৮) পৃথিবী থেকে আপনি খালি চোখেই 3 থেকে 7 টি আলাদা গ্যালাক্সি দেখতে পাবেন।
9. ৯) 2016 সালে বিজ্ঞানীরা ফাইভ বিলিয়ন আলোকবর্ষ দূরের একটি উৎস থেকে রেডিও সংকেত সনাক্ত করেছিলেন। কে বা কারা পাঠিয়েছে কেনই বা পাঠিয়েছে তা এখনো বুঝে ওঠা হয়নি।
১০) প্রথম সুপারনোভা লক্ষ্য করা গিয়েছিল আমাদের গ্যালাক্সিতে 1885 সালে।
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন। আর পরবর্তী কোন টপিকে ভিডিও দেখতে চান, সেটা কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশনটি প্রেস করে দিন।
0 Comments
Post a Comment