টাইটান গ্রহ কে আবিষ্কার করেছিলেন – মহাকাশ সম্পর্কিত তথ্য - 4 Space Facts And Myths in Bengali
আজকে মহাকাশ সম্পর্কিত ৪ টি দারুন তথ্যের ব্যাপারে বলা হল, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন কোন গ্রহে হীরের বৃষ্টি হয়, টাইটান গ্রহ কে আবিষ্কার করেছিলেন ইত্যাদি। আর এগুলো হয়তো অনেকেই জানেন না বা হইতো এবিষয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক...
নাম্বার ১, আমরা সবাই ভাবি যে, মহাকাশে কোনো দুর্ঘটনা হলে তার শব্দ শোনা যায়। কিন্তু একথা ঠিক নয়। কারন মহাকাশে বায়ুমাধ্যম নেই। এবার আপনি বলবেন তাহলে সিনেমাতে শব্দসহ দৃশ্যগুলো দেখানো হয় কেন? আসলে সিনেমাতে যেগুলো দেখানো হয়, সেগুলো শুধুমাত্র আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য শব্দসহ দেখানো হয়।
নাম্বার ২, মহাকাশ থেকে চীনের প্রাচীর (great wall of china) দেখা যায়, এইকথা অনেকের মুখেই শোনা যায়। কিন্তু এই ধারনা সম্পূর্ণ মিথ্যে। কারন, বিজ্ঞানীদের মতে মহাকাশ থেকে পৃথিবীর কোনো ইমারত, বিল্ডিং বা সৌধ দেখা যায় না।
নাম্বার ৩, আপনি কি জানেন কোন গ্রহে হীরের বৃষ্টি হয়? আমাদের সৌরজগতের সর্বশেষ দুটি গ্রহ অর্থাৎ ইউরেনাস এবং নেপচুনে হীরের বৃষ্টি হয়। এখানে তরল হীরের বৃষ্টি হয়। এই গ্রহে কার্বনের পরিমাণ বেশি। আর এই কার্বনই কম্প্রেস হয়ে তরল হিরেতে পরিণত হয়, যা বৃষ্টি রূপে এই গ্রহের ভূপৃষ্ঠে পতিত হয়।
নাম্বার ৪, আমরা সবাই টাইটানের কথা শুনেছি।কিন্তু আপনি কি জানেন, কে টাইটান আবিষ্কার করেছিল? টাইটান হল শনি গ্রহের(Saturn) বৃহত্তম উপগ্রহ(চাঁদ) এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই উপগ্রহের মধ্যেই তরল পদার্থের সন্ধান পাওয়া গেছে। ১৬৫৫ সালের ২৫ মার্চ নেদারল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেনস এই উপগ্রহ আবিষ্কার করেন। তিনি পৌরাণিক যোদ্ধা টাইটান এর নাম অনুসারে এই চাঁদের নাম টাইটান রাখেন।
0 Comments
Post a Comment