পৃথিবী থেকে কবে, কখন, কোথায় দেখা যাবে এই ধূমকেতু – A Bright Green Comet from Earth
সাম্প্রতিক খবর অনুযায়ী, একটি উজ্জ্বল সবুজ ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। প্রায় ৫০ হাজার বছর আগে অর্থাৎ আদিম যুগে এটি শেষবার পৃথিবী থেকে দেখা গিয়েছিল। এই ধুমকেতু কবে কখন কোথা থেকে দেখা যাবে, সেবিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধূমকেতুটি ১৭ ই জানুয়ারী সূর্যের খুব কাছাকাছি পৌঁছেছিল এবং ফেব্রুয়ারীর ১ ও ২ তারিখে পৃথিবীর কাছাকাছি আসবে এবং রাত সাড়ে ৯ টার পর পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে। ভারত ও বাংলাদেশ থেকেও এই ধূমকেতু দেখা যাবে। এটি যখন পৃথিবীর সবথেকে কাছাকাছি থাকবে তখন পৃথিবী ও এর মধ্যে দূরত্ব হবে প্রায় ৪২ মিলিয়ন কিমি। ধুমকেতুটি ২০২২ সালের মার্চ মাসে আবিষ্কৃত হয়েছিল। এর নাম C/2022 E3(ZTF).
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
0 Comments
Post a Comment