বছরের শেষ মহাজাগতিক ঘটনা – ডিসেম্বর ২০২২ | Cosmic Events calender of December 2022 from India and Bangladesh


·        বছরের শেষ মহাজাগতিক ঘটনাগুলো কি?

·        এইমাসে কি কি মহাজাগতিক ঘটনা দেখতে পাওয়া যাবে?

·        কবে, কখন, কোথা থেকে এই ঘটনাগুলো দেখাতে পাওয়া যাবে? 


 প্রত্যেক বছরই দুর্দান্ত কিছু মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। এইবছরেও অনেক আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা ঘটেছে। যার মধ্যে কিছু ঘটনা ভারত ও বাংলাদেশ থেকে দেখা জায়নি, কিন্তু যেগুলো দেখা গিয়েছিল, সেগুলো অনেকেই উপভোগ করেছে। “মহাকাশচারনা” চ্যানেলে সেবিষয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছিল। আর প্রত্যেক মাসেই মহাজাগতিক ঘটনা সম্পর্কিত একটি ভিডিও আপলোড করা হয়। তাই “মহাকাশচারনা” চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা এই ঘটনাগুলো সম্পর্কে আগে থেকে জানতে পারেন এবং এগুলো দেখার সুযোগ পান। তো আপনিও তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ডিসেম্বরেও কয়েকটি দারুন ঘটনা লক্ষ্য করা যাবে, যেগুলোকে বছরের শেষ মহাজাগতিক ঘটনা বলা যেতে পারে। এই ঘটনাগুলো কি এবং কবে, কখন, কোথা থেকে দেখা যাবে, সেসম্পর্কে বিস্তারিত জানতে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন,

Cosmic Events calender of December 2022

ডিসেম্বর লাল গ্রহটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হবেএটি বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে মঙ্গল গ্রহকে উজ্জ্বল দেখাবে এবং সারা রাত ধরে দৃশ্যমান হবে। মঙ্গল গ্রহকে পৃথিবী থেকে দেখার এবং ছবি তোলার এটাই সেরা সময়একটি মাঝারি আকারের টেলিস্কোপ আপনাকে গ্রহের লাল পৃষ্ঠের কিছু বিবরণ দেখতে সাহায্য করবে

ডিসেম্বর ১৩১৪ – জেমিনিডস(Geminids) উল্কা ঝরনা হবেজেমিনিডকে উল্কাপাতের রাজা বলা হয় এতে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১২০টি  বিভিন্ন বর্ণের উল্কা উৎপন্ন হয়। -১৭ ডিসেম্বর পর্যন্ত এই ঝরনা চলবেএই বছর ১৩ তারিখ রাতে এবং ১৪ তারিখ সকালে এটি সর্বোচ্চ হবে

২১ ডিসেম্বর – দিনটি হল ডিসেম্বর অয়নকালকারণ পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে পড়বেযা আকাশে তার দক্ষিণতম অবস্থানে পৌঁছে যাবে

ডিসেম্বর ২১২২ – উরসিড উল্কা ঝরনা(Ursid Meteor Shower)হবেউরসিড হল একটি ছোট উল্কা ঝরনা যা প্রতি ঘন্টায় প্রায় -১০টি উল্কা উৎপন্ন করে১৭-২৫ ডিসেম্বর পর্যন্ত এই ঝরনা চলবে। এই বছর ২১ শে ডিসেম্বর রাতে এবং ২২ তারিখ সকালে এটি সর্বোচ্চ হবে। কিন্তু এটি আকাশের যেকোনো জায়গায় দেখা দিতে পারে

এটিই ছিল ২০২২ এর শেষ মহাজাগতিক ঘটনা। এর সাথে ২০২২ সালটিও দেখতে দেখতে শেষ হয়ে যাবে।