ইসরোর বর্তমান চেয়ারম্যান কে - who is isro's new chairman in 2022

 ইসরোর নতুন চেয়ারম্যানের নাম কি?

কবে ইসরোর চেয়ারম্যান পরিবর্তন হল?

who is isro's new chairman in 2022

আপনাকে যদি ইসরোর চেয়ারম্যানের নাম জিজ্ঞেস করা হয়, তাহলে আপনি ডঃ কে সিভানের নাম বলবেন।কিন্তু সম্প্রতি এক ভারতীয় বিজ্ঞানীকে এই দায়িত্ত দেওয়া হয়েছে।ওনার নাম কি এবং কবে ওনাকে এই দায়িত্ত দেওয়া হয়েছে?

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

যিনি ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি কেরলের একজন রকেট বিজ্ঞানী।এর আগে উনি বিক্রম সারাভাই স্পেস স্টেশনের দায়িত্তে ছিলেন।

ওনার নাম ডঃ এস সোমানাথ অর্থাৎ স্রিধারা পানিকার সোমানাথ।গত ১৪ই জানুয়ারী ওনাকে চেয়ারম্যানের দায়িত্বভার দেওয়া হয়েছে।

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube