নিউট্রন স্টার কি - Neutron Star definition - What is Neutron Star?
নিউট্রন স্টার হল এই মহাবিশ্বের সবথেকে ঘন এবং ছোট নক্ষত্র। এদের ব্যাসার্ধ প্রায় ১০ থেকে ১২ কিমি হয়। এরা প্রায় সেকেন্ডে ৬০ বার ঘুরপাক খেতে পারে এবং বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এরা আরও গতিতে অর্থাৎ সেকেন্ডে প্রায় ৬০০ থেকে ৭০০ বার ঘুরপাক খেতে পারে। তাই নিউট্রন স্টার হল এখনও পর্যন্ত বিজ্ঞানীদের দ্বারা খুঁজে পাওয়া সবথেকে দ্রুতগামী বস্তু।
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page
আপনি কি জানেন নিউট্রন স্টারের ওজন কত?পুরোটার ওজন তো বাদ দিন, যদি এর থেকে এক চামচ নিয়েও ওজন করা হয়, তাহলে তা পৃথিবীতে উপস্থিত সব মানুষের ওজনের থেকেও বেশি হবে। আর এর মোট ভর সূর্যের প্রায় কুড়ি থেকে পঁচিশ গুণ বেশি। আমাদের সবথেকে কাছের নিউট্রন ষ্টার প্রায় ৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube
0 Comments
Post a Comment