UFO sightings in Newzealand..... 

আবার ইউএফও এর দেখা মিলল। এলিয়েনদের মহাকাশযান অর্থাৎ ইউএফও দেখতে পাওয়ার কথা এখন মাঝে মধ্যেই শোনা যায়।সম্প্রতি এমনই দাবি করেছেন নিউজিল্যান্ডের বাসিন্দারা। কিছুদিন আগে নিউজিল্যান্ডের আকাশে একটি উজ্জ্বল বস্তু দেখা গিয়েছিল, যা থেকে বিভিন্ন রঙের আলো বের হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা এটাকে ইউএফও ভেবে নেয় এবং তারপর এই নিয়ে শোরগোল পরে যায়। এমনকি এটা খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে। পরে বিজ্ঞানীরা জানান, এটা কোন ইউএফও নয় এটা আসলে একটি রকেট থেকে নির্গত গ্যাস, যা বায়ুমণ্ডলের সাথে মিশে বিভিন্ন রঙের ছটা সৃষ্টি করেছে।

UFO sighting in Newzeeland