ভারতের এরিয়া ৫১ - দা কংকা লা পাস - Area 51 of India

·       ভারতেও কি এরিয়া ৫১ রয়েছে ?

·       ভারতে কি ইউএফও দেখা গেছে ?

    ·       এরিয়া ৫১ কি ? 

এরিয়া ফিফটি ওয়ান এই রহস্যময় জায়গাটির কথা তো আপনারা সবাই শুনেছেন। আমেরিকার এই জায়গাটি এলিয়েন এবং ইউএফও সম্পর্কিত বিভিন্ন রহস্যের জন্য বিখ্যাত।এরিয়া ফিফটি ওয়ান এর মত জায়গা ভারতবর্ষেও রয়েছে।

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

ইন্ডিয়া চায়না বর্ডার এর কাছে একটি রহস্যময় জায়গা রয়েছে। যেখানে কোনো সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ রয়েছে। সেখানে ইউএফও দেখতে পাওয়ার কথা বারবার শোনা যায়। এই এরিয়ার নাম দা কংকা লা পাস(The Kongka La Pass), যা লে লাদাখে অবস্থিত। ওখানকার স্থানীয় ব্বাসিন্দাদের মতে, ওনারা ইউএফও দেখেছেন। এমনকি এটাও হতে পারে যে ভারত এবং চীন সরকার এই ব্যাপারে জানেন। কিন্তু সাধারণ মানুষের জন্য এটা এখনও এক রহস্য। আপনারা গুগল এও এটা সার্চ করতে পারেন। 

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube