টাইম ডাইলেশন কি - What is Time Dilation in Space 

টাইম ডায়ালেশন শব্দটি আপনি অনেকবার শুনে থাকবেন।এর বাংলা অর্থ হল সময়ের প্রসারণ।পদার্থবিদ্যা এবং আপেক্ষিকতায়, সময়ের প্রসারণ হল দুটি ঘড়ি দ্বারা পরিমাপ করা অতিবাহিত সময়ের পার্থক্য। এটি হয় তাদের মধ্যে আপেক্ষিক বেগের কারণে বা তাদের অবস্থানের মধ্যে মহাকর্ষীয় সম্ভাবনার পার্থক্যের কারণে।

ধরুন আপনি ট্রেন বা গাড়িতে করে কোথাও জাছেন, আর সামনে যদি কোনও ক্লক টাওয়ার থাকে, তাহলে দেখবেন আপনার গাড়ি বা ট্রেনের গতি যত বাড়বে, ঘড়ির কাঁটার গতি তত কমবে।অথচ ঘড়ির কাঁটা কিন্তু সমান বেগে আগের মতোই ঘুরছে।এর থেকেই সময়ের প্রসারণ বা টাইম ডায়ালেশনের ধারণাটি এসেছে। 

What is Time Dilation in Space

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

এর একটি সহজ উদাহরণ হল, যদি আপনি ১৫ বছর বয়সে একটি মহাকাশযানের সাহায্যে আলোর গতিতে ৫ বছর পৃথিবীকে পরিক্রমণ করার পর আবার পৃথিবীতে ফিরে আসেন, তাহলে আপনার বয়স তো ২০ বছর হবে কিন্তু আপনার সমসাময়িক বন্ধুদের বয়স হবে ৬৫ বছর। পদার্থ বিজ্ঞানের ভাষায় এইধরনের ঘটনাকে টাইম ডায়লেশন বা সময়ের প্রসারণ বলা হয়।

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube