এই সপ্তাহে মহাকাশের কিছু দারুন তথ্য প্রকাশিত হয়েছে। আজকে সেই বিষয়েই আলোচনা করা হল। নিম্নে সেগুলোই বিস্তারিতভাবে আলোচনা করা হল। 

নম্বর ১ – 

৩ সেপ্টেম্বর নাসার আর্টেমিস অভিযানের(Artemis Mission) যে টেস্ট ফ্লাইটটি লঞ্চ করার কথা ছিল, সেটাতে লিকুইড হাইড্রোজেন লিকেজ ধরা পড়েছে। নাসা জানিয়েছে, টেকনিশিয়ানরা এটার ওপর কাজ করছে এবং খুব শীঘ্রই এটার সমাধান হয়ে যাবে ও ২৩ তারিখ এই মিশন লঞ্চ করা হবে।

Nasa Artemis Test Flight

নম্বর ২ – 

সম্প্রতি নাসার ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট অর্থাৎ ডার্ট মহাকাশযান(DART Spacecraft) ডিডিমোস(Didymos) গ্রহাণুর ছবি তুলেছে। ২৬ শে সেপ্টেম্বর এই মহাকাশযান ডিডিমোস ও ডাইমরফসকে ধাক্কা মারবে এবং বিধস্ত হয়ে যাবে। 


NASA DART mission

নম্বর ৩ – 

গতবছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাসে নাসা মহাকাশে সবথেকে শক্তিশালী এবং উন্নত টেলিস্কোপ পাঠিয়েছিল, যার নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ(James Webb Space Telescope)। সম্প্রতি এই টেলিস্কোপের উদ্দেশ্যে ইউ.এস পোস্টাল সার্ভিস(U.S Postal Service) একটি পোস্টাল স্ট্যাম্প বানিয়েছে। গত ৮ ই সেপ্টেম্বর ওয়াশিংটনের স্মিথসনিয়ান্স ন্যাশনাল পোস্টাল মিউসিয়ামে এই স্ট্যাম্প পাবলিশ করা হয়েছে।

JWST Postal Stamp

নম্বর ৪ – 

ইন্টারন্যাশনাল স্পেস ষ্টেশন(International Space Ststion), যা ঘণ্টায় ২৮০০০ কিমি বেগে ঘোরে এবং ৯০ মিনিটে পৃথিবীকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করে, তা সম্প্রতি পৃথিবীর রাত্রিকালের একটি ছবি তুলেছে। এটা ফ্রেঞ্চ আইল্যান্ড, ইটালিয়ান আইল্যান্ড এবং দক্ষিণ ইউরোপের কিছু অংশের ছবি।

নম্বর ৫ - 

আজকের শেষ খবরটি হল, সম্প্রতি ভারতের সায়েন্স ও টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ভারতে একটি ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’(Night Sky Sanctuary) করার কথা ঘোষণা করেছে। এটি হবে ভারতের প্রথম ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’।আগামী ৩ মাসের মধ্যেই এটি তৈরির কাজ শুরু হয়ে যাবে। এখানে অনেক উন্নত টেলিস্কোপ ও যন্ত্রপাতি থাকবে, যার সাহায্যে বিজ্ঞানীরা তাদের গবেষণা করতে পারবে এবং পর্যটকরা রাতের আকাশের বিভিন্ন মহাজাগতিক দৃশ্যের আনন্দ উপভোগ করতে পারবে। এই স্যাঙ্কচুয়ারি লাদাখে তৈরি হবে।