সম্প্রতি গুগলের হোম পেজে জেমম ওয়েব স্পেস টেলিস্কোপের ডুডল দেখা গিয়েছিল।গুগল এরকম ডুডল প্রকাশ করেছে কারণ আমেরিকান স্পেস এজেন্সি নাসার ওই টেলিস্কোপে মহাবিশ্বের এমন একটি ছবি ধরা পড়েছে(James Web Space Telescope first picture), যা আগে কখনও দেখা যায়নি।নাসার তথ্য অনুযায়ী, ছবিটি ১৩০০ কোটি বছরের কাছাকাছি সময়কালের। এই ছবিতে একটি ক্যারিনা নেবুলা দেখা গিয়েছে।
হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম ছবিটি প্রকাশ করেন। তিনি এই ঘটনাকে একটি 'ঐতিহাসিক' মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
আপনি জানলে হয়তো অবাক হবেন, নাসার পাঠানো ওই টেলিস্কোপ হাজার আলোকবর্ষদূরে একটি গ্রহের অস্তিত্ব খুঁজে পেয়েছে। সেই গ্রহ সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, ওই গ্রহের অভ্যন্তরে জল, মেঘ ও কুয়াশা রয়েছে।এই গ্রহটির নাম ডব্লুএএসপি-৯৬বি(WASP-96b)।সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মিল্কিওয়েতে ৫ হাজারটিরও বেশি এক্সোপ্ল্যানেট চিহ্নিত করেছে। ডব্লুএএসপি-৯৬বি হল তার মধ্যে একটি। এটি এক ধরনের গ্যাস দৈত্য গ্রহ। গ্রহটি মাত্র তিন দিনে তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে।অর্থাৎ এই গ্রহে তিন দিনে এক বছর হয়।
Source:- NASA
0 Comments
Post a Comment