অভিনেতার নামে হল নক্ষত্রের নামকরণ – Abhishek Chatterjee star
মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়। এই কথা ছোটবেলায় অনেকবার শুনেছি আমরা। কিন্তু আজ সেটা সত্যি হতেও দেখলাম।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা 'ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি'র(World Astronomical Society) সৌজন্যে মৃত টলিউড নায়কের নামে হয়েছে নক্ষত্রের নামকরণ। এইবছর ২৪ সে মার্চ পরলোকগমন করেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। 'পঞ্চভুজ' ছিল ওনার শেষ অভিনিত সিনেমা। মৃত নায়কের স্মরণে শেষমেশ সত্যিই এবার মহাকাশের এক নক্ষত্রের নামকরণে উদ্যোগী হয়েছেন পঞ্চভুজ সিনেমার প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়।
সৌমেনবাবু যে তথ্য দিয়েছেন, তা থেকে জানা যায়, মোনোসেরস (monoceros) বা ইউনিকর্ন(Unicorn) নক্ষত্রপুঞ্জের তারার নামে নামকরণ হয়েছে অভিষেকের। ইউনিকর্ন-সেই এক সিংওয়ালা ঘোড়া, যার কান্নায় সকলের দুঃখ দূর হয়ে যায়।
২০২২ সালের এপ্রিল মাসের ৪ তারিখ থেকে তারাটির নাম হয়েছে 'অভিষেক চট্টোপাধ্যায়'।
0 Comments
Post a Comment