আমরা এখনও এলিয়েনের দেখা পাইনি কেন? Why we not met Alien yet?
উপরোক্ত প্রশ্নটি আমাদের সবার মনে একবার হলেও উদয় হয়েছে। কিন্তু প্রশ্ন হল যদি সত্যিই এলিয়েন আছে, তাহলে আমরা এখনও তার দেখা পাইনি কেন?
বর্তমানে এলিয়েন নিয়ে জল্পনা তুঙ্গে। এখন প্রায় বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউএফও অর্থাৎ এলিয়েন দেখতে পাওয়ার ঘটনা শুনতে পাওয়া যায়।বিজ্ঞানীরাও প্রতিনিয়ত এই বিষয়ে গবেষণা চালিয়ে যাছে।কিন্তু আমরা এখনও এলিয়েনের দেখা পাইনি কেন?
বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কিছু কারণ খুঁজে বের করেছেন এবং এবিষয়ে কিছু থিওরি দিয়েছেন। সেগুলো হল –
১) দি রেয়ার আর্থ থিওরি(The Rare Earth Theory): অর্থাৎ এই মহাবিশ্বে কেবলমাত্র আমরাই একমাত্র উন্নত প্রাণী।
২) দি গ্রেট ফিল্টার থিওরি(The Great Filter Theory):
এই থিওরিতে বলা হছে যে অন্য এলিয়েন সভ্যতাগুলো হয়তো বিলুপ্ত হয়ে গেছে
এবং পরবর্তীকালে হয়তো আমাদেরও একই অবস্থা হবে।
৩) দি গ্রেট সাইলেন্স থিওরি(The Great Silence Theory):
অন্য এলিয়েন সভ্যতা আমাদের থেকে এতটাই উন্নত
যে, আমরা তাদের নাগাল পাছহি না।
৪) দি আরলি বার্ড থিওরি(The Early Bird Theory):
এর মানে হল পৃথিবীতেই প্রথম জীবন সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে
হয়তো ধীরে ধীরে অন্যান্য গ্রহেও প্রানের সৃষ্টি হবে।
শেষ তথ্য অনুযায়ী, হয়তো তারা আমাদের মতো কার্বন সমৃদ্ধ নয়। মহাবিশ্বের অন্য কোন পদার্থ দিয়ে তৈরি। এইসব কারনের জন্যই হয়তো আমরা এখনও এলিয়েনদের দেখা পাইনি।
বিস্তারিত জানতে নিম্নের ভিডিওটি দেখুন ↴
0 Comments
Post a Comment