·       নাসায় চাকরি করতে চান(Want to work at NASA)?

· নাসা দিচ্ছে চাকরির সুযোগ(NASA is giving job opportunities)?

    ·       প্লানেটারি প্রটেকশন অফিসার পদে চাকরি? 

Planetary Protection Officer recruitment job at NASA

Planetary Protection Officer recruitment Job at NASA

বর্তমানে এলিয়েন এর গল্প অনেক শোনা যায়। এমনকি অনেকে এলিয়েন বিশেষ করে ইউএফও দেখতে পাওয়ার দাবিও করে থাকেন।

আর নাসার মতো স্পেস এজেন্সি আমাদের পৃথিবীকে এলিয়েনের হাত থেকে বাঁচানোর জন্য অফিসার নিযুক্ত করছে। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, নাসার এই অফিসার পদের নাম প্লানেটারি প্রটেকশন অফিসার(Planetory Protection Officer at NASA)। যার জন্য নাসা বছরে এক লাখ 87 হাজার ডলার অর্থাৎ প্রায় দেড় কোটি টাকা মাইনে দেবে।

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube

তো আপনি কি এর জন্য প্রস্তুত ?

কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে, এখানে এপ্লাই করার আগে আপনাদের অ্যাডভান্স প্লানেটারি প্রটেকশন(Advanced Planetory Protection) সম্পর্কে ভালোমতো নলেজ থাকতে হবে।

তো আপনি কি এই বিষয়ে আগ্রহী ?