· কোন গ্রহের কতগুলো উপগ্রহ আছে?
আমাদের সৌরজগতে মোট কতগুলো উপগ্রহ আছে(how many moons we have in our solar system)?
ছোটবেলায় জানতাম, আমাদের সৌরজগতে মোট নয়টি গ্রহ রয়েছে। সেগুলোর নাম আর আলাদা করে বলছি না, আমরা সবাই জানি। কিন্তু ২০০৬ সালের পর থেকে প্লুটোকে বামন গ্রহ ঘোষণা করা হয়(In 2006 Pluto is declared as dwarf planet)। তখন তো আর বামন গ্রহ মানে বুঝতাম না, শুধু এটুকু বুঝেছিলাম যে এরপর থেকে প্লুটোকে আর গ্রহ বলা হবে না। প্লুটোকে কেনও বামন গ্রহ বলা হয়, সেসম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সুতরাং বর্তমানে আমাদের সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে। কিন্তু আপনি কি জানেন, কোন গ্রহের কতগুলো উপগ্রহ রয়েছে?
এই প্রসঙ্গে বলে রাখি, উপগ্রহ বা চাঁদ একই জিনিস। আসলে আমাদের চাঁদের নামই হল চাঁদ, কিন্তু অন্যান্য গ্রহগুলোর উপগ্রহ বা চাঁদের ভিন্ন ভিন্ন নাম আছে।
তো চলুন জেনে নেওয়া যাক,
বুধ এবং শুক্র গ্রহের কোন উপগ্রহ
নেই(Mercury and Venus have no moons)। এরপর পৃথিবীর কথা তো আমরা সবাই জানি, একটিমাত্র উপগ্রহ রয়েছে, যার নাম চাঁদ(Earth has only one satellite, which is moon)। মঙ্গলের
ফোবোস(Phobos) এবং ডিমোস(Diemos) নামের দুটি উপগ্রহ আছে। বৃহস্পতি গ্রহের ৮০ টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে
৫৩ টির নামকরণ হয়েছে, কিন্তু বাকি ২৬ টির এখনও নামকরণ হয়নি। এদের মধ্যে গ্যানিমিড সবথেকে
বড়ো উপগ্রহ। এছাড়া লিও(lio), ক্যালিস্টো(calisto), আইও(IO) ইত্যাদি হল বৃহস্পতির কয়েকটি উল্লেখযোগ্য উপগ্রহ।
এরপর শনি গ্রহের মোট ৮৩ টি উপগ্রহ
রয়েছে, যার মধ্যে টাইটান সবথেকে বড়ো(Titan is the biggest planet of Saturn), এমনকি এটা আমাদের চাঁদের থেকেও বড়। এখানে তরল
মিথেনের হ্রদ রয়েছে এবং বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ভবিষ্যতে এখানে প্রাণ সৃষ্টির সম্ভাবনা
রয়েছে। টাইটান সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন।
সৌরজগতের সাত নাম্বার গ্রহ অর্থাৎ
ইউরেনাসের ২৭ টি উপগ্রহ আছে, যার মধ্যে টাইটানিয়া(Titania), মিরান্ডা(Miranda), এরিয়েল(Areal) প্রভৃতি উল্লেখযোগ্য।
এবং অষ্টম গ্রহ নেপচুনের ১৪ টি
উপগ্রহ আছে।
সবশেষে প্লুটো গ্রহের ৫ টি উপগ্রহ
রয়েছে। এগুলো হল যথাক্রমে, স্যারন(Charon), কারবেরস(Kerberos), নিক্স(Nix), স্টিক্স(Styx) এবং হাইড্রা(Hydra)।
আসলে প্লুটোর কথা বললাম কারণ
বর্তমানে প্লুটো বামন গ্রহ হলেও, এখনও আমাদের সৌরপরিবারের একটি অংশ। তাই প্লুটোকে বাদ
দিলে চলে না।
এই হিসেব অনুযায়ী আমাদের সৌরজগতে ২০০ টিরও বেশি উপগ্রহ আছে, যার মধ্যে শনি গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে।
নিম্নলিখিত লিঙ্ক থেকে আপনি এইসমস্ত গ্রহের উপগ্রহগুলোর নামের একটি তালিকা পেয়ে যাবেন এবং কোন উপগ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেটাও জানতে পারবেন।
0 Comments
Post a Comment