১৪ ডিসেম্বর(14th december)
এটি এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ(second & last #solar_eclipse)।এই সূর্যগ্রহনে
সম্পূর্ণ,আংশিক এবং কৌণিক সংক্রান্ত তিন ধরনের গ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণ প্রায় পাঁচ
ঘন্টা চলবে।
আপনারা জানেন যে, সূর্য
ও পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসলে সূর্যগ্রহণ হয়।সূর্যগ্রহণ কি এবং কিভাবে হয়, এ সম্পর্কে
আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন।
২০২০ সালের প্রথম সূর্যগ্রহণটি ২১ শে জুন দেখা গিয়েছিল।এই গ্রহণ ভারত থেকে দেখা গিয়েছিল।কিন্তু এই বছরের শেষ সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকা(South America) জুড়ে আকাশকে অন্ধকার করবে।এই মহাদেশের বেশিরভাগ অংশই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে সক্ষম হবে, তবে দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা জুড়ে আরও ভালোভাবে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। এই ছোট্ট অঞ্চলটির মধ্যে রয়েছে টেমুকো,পুকন,চিলি,সিয়েরা কলোরাডো,ভালচেটা,লাস গ্রুটাস এবং আর্জেন্টিনা।তবে ভারত থেকেও এই গ্রহণের কিছু অংশ দেখা যাবে।
![]() |
সূর্যগ্রহণ(Solar Eclipse) |
প্রতিবছর ২ থেকে ৫ টি সূর্যগ্রহণ হয়, প্রত্যেকে কেবলমাত্র সীমিত অঞ্চলে দৃশ্যমান।তবে বেশিরভাগ বছরগুলিতে ২ টি সূর্যগ্রহণ হয়।একই বছরে সর্বাধিক সংখ্যক সূর্যগ্রহণ হতে পারে তবে সেটি বিরল।নাসার গণনা অনুসারে, বিগত ৫০০০ বছরে মাত্র ২৫ বছর এমন ছিল যেখানে একবছরে ৫ টি সূর্যগ্রহণ হয়েছিল। শেষবারের মতো ঘটনাটি ঘটেছিল ১৯৩৫ সালে, এবং পরবর্তী সময়টি হবে ২২০৬ সালে।
মহাকাশ সম্পর্কিত বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক,ইন্সটাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মহাকাশচারনাকে ফলো করুন(Follow mahakashcharona on social media)।আর মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও রহস্যময় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে #মহাকাশচারনা(mahakashcharona) চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল্ আইকনটি প্রেস করে দেবেন(Please subscribe the channel and press the bell icon for future updates )।
*SOCIAL LINKS*
#solareclipse #lastsolareclipse #solareclipseof2020 #eclipse
0 Comments
Post a Comment