এইবছর অর্থাৎ ২০২২ সালে মোট চারটি গ্রহণ দেখা যাবেযার মধ্যে দুটি সূর্যগ্রহণ  দুটি চন্দ্রগ্রহণ হবেনিম্নে শেষ দুটি গ্রহণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হল। 

২৫ অক্টোবর, দ্বিতীয় অর্থাৎ শেষ সূর্যগ্রহণ(Last Solar Eclipse of 2022)

২০২২ সালের শেষ সূর্যগ্রহণটি ২৫ অক্টোবর মঙ্গলবার ঘটবে৷ এটি একটি আংশিক গ্রহণ হবে, অর্থাৎ ২০২২ সালের দুটি সূর্যগ্রহণই আংশিক হবে।যেটি প্রায় বিকেল ০৪:২৯ টেয় শুরু এবং ০৫:৪২:০১ এ শেষ হবে।ইউরোপদক্ষিণ/পশ্চিম এশিয়াআটলান্টিক এবং আফ্রিকা লোকেরা এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করতে পারবেভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

Last Solar and Lunar eclipse of 2022

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube

৮ নভেম্বর, বছরের শেষ চন্দ্রগ্রহণ(Last Lunar Eclipse)

2022 সালের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ এশিয়াঅস্ট্রেলিয়াউত্তর আমেরিকাউত্তর  পূর্ব ইউরোপের কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে দৃশ্যমান হবেভারত ও বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবেএই চন্দ্রগ্রহণ  নভেম্বর দুপুর :৩২ থেকে সন্ধ্যে .২৭ পর্যন্ত চলবেএই গ্রহণ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে।

অর্থাৎ এইবছর আমরা দুটি আংশিক সূর্যগ্রহণ এবং দুটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাব।